বৃষ্টি বিড়ম্বনা
উড়ে এসে জুড়ে বসা কি দারুণ বৃষ্টি
বর্ষায় পথিকের নাজেহাল সৃষ্টি।
মেঘ ডাকে গুড়গুড়, বিদ্যুৎ ঝলকায়
শঙ্কিত পথিকের এই বুঝি প্রাণ যায়।
কাদাপানি মাখামাখি,পথ যেন জলাশয়
কখন ফিরবে বাড়ি, পথিকের সংশয়।
বর্ষায় পথিকের নাজেহাল সৃষ্টি।
মেঘ ডাকে গুড়গুড়, বিদ্যুৎ ঝলকায়
শঙ্কিত পথিকের এই বুঝি প্রাণ যায়।
কাদাপানি মাখামাখি,পথ যেন জলাশয়
কখন ফিরবে বাড়ি, পথিকের সংশয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৮/০৯/২০২১
-
রিয়াজুল করিম সিকদার ৩০/০৮/২০২১অসাধারণ প্রতিভার বহিঃপ্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৮/২০২১ভালোলাগা রইলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০৮/২০২১সুন্দর।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০৮/২০২১ভালো
হটাৎ করে ঘোর বৃষ্টি
সৃষ্টি করে অনাসৃষ্টি।