www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেল্ফ স্টোরি ০১

সেল্ফ স্টোরি :- ০১
-----------
একদিন আমি, আলামিন ভাই (হাতে ভারী মধুর ব্যগ) আর মিঠু ভাই ঝিনাইদহের এক রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম করতোয়া কুরিয়ার সার্ভিস এর উদ্দ্যেশ্যে মধু ডেলিভারি দেবার জন্য, ও হ্য বলে রাখা ভালো যে,আলামিন ভাই তখন নতুন নতুন খাটি মধু ব্যবসা শুরু করেছে,, খাটি মধু এই জন্য বললাম যে, তিনি যে খাটি মধু বিক্রি করে থাকেন তা আমি নিজেই প্রত্যক্ষদর্শী । তাই জোর দিয়ে বললাম আর কি । আচ্ছা মূল ঘটনায় ফিরে আসা যাক ///
ক্ষেত্র বিশেষে মধুর ব্যগ টা আলামিন ভাই এর কাছেই ছিলো, আর অবস্থা বিশেষে মধুর ব্যগটি বেশ ভার ছিলো, যা একা বহন করার ক্ষেত্রে খুব কস্টকর ছিলো ।
এমতাবস্থায়, সহানুভূতির খাতিরে আমি আলামিন ভাইকে বললাম, ভাই ব্যগটা দুইজন মিলে ধরে নিয়ে যাই এতে কস্ট কম হবে ।
..................
হঠাৎ, মিঠু ভাই বললেন থাক তাকে একাই ব্যগ বহন করতে দাও । আমি কিছুটা অবাক খেয়ে মিঠু ভাইকে বললাম, ভাই কেনো..???
** ভাই বললেন, আজ তুমি আছো, কাল তো তুমি থাকবে না, তাহলে কাল তার ব্যগ বহনে সাহায্য করবে কে ..??? অতএব তাকে নিজের ভারী ব্যগ নিজে বহন করার অভ্যাস করতে দাও**
কথাটা শুনে আলামিন ভাই মটিভেট হয়ে সেদিন নিজের ভারী ব্যগ নিজেই বহন করেছিলেন..........আর আমিও মটিভেট হয়ে সেদিন তাকে আর সাহায্য করেছিলাম না ।
!!!!!!!!!!!!!!!!!!
উপসংহার :- আজ আলামিন ভাই হয়তবা আর হাতে ব্যগ বহন করে না, সম্ভবত সে গাড়িতে করে ব্যগ নিয়ে যায় ।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৮০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ৩১/০৭/২০১৮
    বেশ লেগেছে।শুভ কামনা।
  • ... ৩০/০৭/২০১৮
    পরিবহণ ব্যবস্থা উন্নতির জন্য, আগের হাঁটার পথগুলোতে এখন গাড়ি চলে। মানুষের সময় ও শ্রম কম হচ্ছে। এটা একটি রাষ্ট্রের উন্নয়নের মাপকাঠি। শুভ কামনা।
 
Quantcast