www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বড় ছেলে

একদা আমি আসিবো না আর ফিরে
তোমার ঐ না নীরব চোখের ভীরে,
চোখময় আছে কত জল জমা -
তা জানি,
তুমি মানো, বা না মানো-
আমি তা মানি ।

কস্ট দিতে আমিও চাইনি
কি করার বলো -
উপায় খুজে পাইনি ।

তুমি নির্ভীক চোখে তাকিয়ে ছিলে
জল ছল ছল চোখে,
জলের কি আর রূপ আছে বলো
তবু আমার বুক ভরে ওঠে দুখে ।

ক্ষমা আমি চাইবো না
শুধু বিদায় দিয়ে দাও,
জানি তুমি পারবে না
তবে আমার বিদায় টা তুমি নাও ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast