বড় ছেলে
একদা আমি আসিবো না আর ফিরে
তোমার ঐ না নীরব চোখের ভীরে,
চোখময় আছে কত জল জমা -
তা জানি,
তুমি মানো, বা না মানো-
আমি তা মানি ।
কস্ট দিতে আমিও চাইনি
কি করার বলো -
উপায় খুজে পাইনি ।
তুমি নির্ভীক চোখে তাকিয়ে ছিলে
জল ছল ছল চোখে,
জলের কি আর রূপ আছে বলো
তবু আমার বুক ভরে ওঠে দুখে ।
ক্ষমা আমি চাইবো না
শুধু বিদায় দিয়ে দাও,
জানি তুমি পারবে না
তবে আমার বিদায় টা তুমি নাও ।
তোমার ঐ না নীরব চোখের ভীরে,
চোখময় আছে কত জল জমা -
তা জানি,
তুমি মানো, বা না মানো-
আমি তা মানি ।
কস্ট দিতে আমিও চাইনি
কি করার বলো -
উপায় খুজে পাইনি ।
তুমি নির্ভীক চোখে তাকিয়ে ছিলে
জল ছল ছল চোখে,
জলের কি আর রূপ আছে বলো
তবু আমার বুক ভরে ওঠে দুখে ।
ক্ষমা আমি চাইবো না
শুধু বিদায় দিয়ে দাও,
জানি তুমি পারবে না
তবে আমার বিদায় টা তুমি নাও ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/০৯/২০১৭বেশ লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০১৭বেশ হয়েছে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৯/২০১৭ভালো।
-
ফয়েজ উল্লাহ রবি ১৪/০৯/২০১৭সুন্দর !