www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চঞ্চল ও আবুল হায়াৎ

চঞ্চল :- আব্বা, একটা জিনিস খেয়াল করলাম আব্বা ।

আব্বা :- কি জিনিস ?

চঞ্চল :- ফেসবুকে হইছে কি আব্বা, যুবক পোলাপান গুলান খালি ভালোবাসার স্টাটাস দেয় ।

আব্বা :- তাতে তোমার সমস্যা ডা কি ?

চঞ্চল :- আব্বা, এইডা আপনি কি কইলেন, দেশের যুবক পোলাপান গুলা এভাবে প্রেম পীরিতি কইরা সময়ের অপচয় করবো, আর আপনি বলতেছেন সমস্যা কোথায় ।

আব্বা :- তা তুমি কি করতে চাচ্ছ ?

চঞ্চল :- আব্বা এর একটা বিহীত করা দরকার ।

আব্বা:- আচ্ছা ভেবে দেখি কি করা যায় ।

চঞ্চলের বউ :- আব্বা,

আব্বা :- কি হিইছে রে মা ।

চঞ্চলের বউ :- আব্বা,আমি আর শশ্বুড় বাড়ি যামু না, আপনার জামাই খালি ফেসবুকে মাইয়াগো ফ্রেন্ড রিকুয়েস্ট দেয় আর মাইয়াগো স্টাটাস পরে ।

চঞ্চল :- আব্বা, আমি তো তাগো লইয়া গবেষণা করি, আব্বা ।

আব্বা :- শোনো চঞ্চল ... ফেসবুকে যার যা করার তা করবেই । তুমি ঐসব বাদ দিয়া বউয়ের দিকে নজর দাও ।

চঞ্চল :- আচ্ছা আব্বা ।

https://www.monirulsdiary.xyz/
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৮৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast