বেলা অবেলা
ইচ্ছেগুলো মরে গেছে
স্বপ্নটা বালুচরে,
সময়ের স্রোতে বয়ে চলা
অকূল পাথারে ।
কষ্টটা ভুলে গেছি
কালের আবর্তে,
আজ তবু হাহাকার
স্মৃতির শোকার্তে ।
আজ মরুভূমির বালুও
আর শিক্ত হয় না
জানি সেও বুঝে গেছে
আমার ব্যথা ....
তবু ব্যথা না ব্যথা
কিছু অব্যথাই থাক
যাক না জীবন যেভাবে যায়.....
স্বপ্নটা বালুচরে,
সময়ের স্রোতে বয়ে চলা
অকূল পাথারে ।
কষ্টটা ভুলে গেছি
কালের আবর্তে,
আজ তবু হাহাকার
স্মৃতির শোকার্তে ।
আজ মরুভূমির বালুও
আর শিক্ত হয় না
জানি সেও বুঝে গেছে
আমার ব্যথা ....
তবু ব্যথা না ব্যথা
কিছু অব্যথাই থাক
যাক না জীবন যেভাবে যায়.....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৯/২০১৭ভালো লিখেছেন। শুভেচ্ছা।
-
শ.ম. শহীদ ০৭/০৯/২০১৭দারুণ...
-
রইস উদ্দিন খান আকাশ ০৭/০৯/২০১৭জীবন থেমে থাকে না
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৭/০৯/২০১৭ভাল লেখেছন
-
ন্যান্সি দেওয়ান ০৬/০৯/২০১৭Very sweet poem.
-
সাঁঝের তারা ০৬/০৯/২০১৭সুন্দর