www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পড়ালেখা কি আসলেই কঠিন নাকি আমরা কঠিন বানিয়েছি

পড়ালেখা কি আসলেই কঠিন,,
নাকি,,
আমরা পড়ালেখাকে কঠিন বানিয়েছি,,
-------------------------------------
Point To Be Noted My Lord
-------------------------------------
বানান ভুল ক্ষমার দৃষ্টিতে,,কারণ মোবাইলে টাইপ করা
-------------------------------------
একটু ছোটকাল থেকে শুরু করি:-

বয়স ৫ হয় নি শুরু হয়ে গেছে বাবা মার একশান, বিশেষ করে মা,,,লাগিয়ে দিয়েছেন শিক্ষক,, ছেলেটা আমার স্কুলে ভর্তি হবে, আগে থেকে কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে, নাইলে যে প্রতিযোগিতার যুগ, টিকবে কি করে ।

শিক্ষক :- কথা তো ঠিক, ঠিক আছে আমি প্রতিদিন আপনার ছেলেকে/মেয়েকে পড়াবো ।

অভিভাবক :- বাচালেন স্যার

কিছুদিন পর.........

শিক্ষক :- আপনার ছেলেতো পড়তেই চায় না,, কি করা যায়,,

অভিভাবক :- স্যার, ওতো কিছু বুঝি না । চামড়া আর গোস্ত আপনার হাড্ডি আমার ।

শিক্ষক :- ওহ বুঝেছি, বুঝেছি ।

বেচারা ৫ বছরের বাচ্চা...........

অবশেষে স্কুলে ভর্তি...........

পড়ালেখা চলছে..........

রীতিমত পরীক্ষা.......

রেজাল্ট.........

ভাবী ১ :- আমার ছেলে ৯৮ পাইছে অংকে

ভাবী ২:- এটা কিছু হইলো,, আজকাল ৯৮ সবাই পায় । আমার ছেলে ৯৯ ।

ভাবী ৩:- আরে রাখেন আপনার ৯৯ । আমার মেয়ে ১০০ ।

বাসায় গিয়ে.............

ঐ ওমোকে ১০০ পায় আর তুমি পাও ৯৮.....
ওর মা ভাত খাওয়ায়,,,, আমি কি তোরে চা খাওয়াই নাকি,,,, দুই দিন ভাত বন্ধ,,,

ছাত্র যদি ৯৮ পেয়েও প্যরায় থাকে,,,পড়াশুনা কঠিন করলো কে,,,

জাতির এপিক উত্তর :-- পাশের বাসার আন্টি আর ঐ ১০০ পাওয়া ছাত্রীটা ,,,

আমি বলবো :- সমস্যা হলো মানসিকতায় । তুলনা করা বাদ দিতে হবে ।

ছাত্র :- রেগে মেগে,, শেখ হাসিনাকে চেনো ??

মা :- চিনবো না কেনো ,, বাংলাদেশের প্রধানমন্ত্রী ।

ছাত্র :- তুমি প্রধানমন্ত্রী হতে পারো নাই কেন ??

মা :- প্রধানমন্ত্রী ১ জনি হয় ।

ছাত্র :- ঐরকম অংকে ১০০ জনি পায় । তুলনা বাদ দিয়ে যার যা আছে তাই নিয়েই থাকো ।

বাবা উপস্থিত............

বাবা :- কি হয়েছেটা কি ??

মা :- তোমার ছেলে অংকে ৯৮ পেয়ে বড় বড় লেকচার দিচ্ছে ।

বাবা :- ৯৮ তো ভাল মার্কস

মা :- আরে পাশের বাসার ভাবীর মেয়ে ১০০ পাইছে ।

বাবা :- বলো কি ,, ওর ভাত তিনদিন বন্ধ ।

গেলো........ সবি গেলো.......... বলেন ৯৮ পেয়ে এই হাল ফেল করলে কি হবে.... সেদিকে নাই গেলাম....

স্কুল লাইফ এভাবেই চলতে লাগলো.....
কলেজ লাইফে এর ব্যতিক্রম নয়....

এবার আসি বাংলার ত্রাস... ভার্সিটিতে চান্স পাওয়ার যুদ্ধ নিয়ে কিছু কথা........

তার আগে কথা হলো এটা তো ভার্সিটি ভর্তি পরীক্ষা,,, এটা যুদ্ধ হলো কেমনে,,, বন্ধুক গুলি কই,,

একটা ভার্সিটি তে সিট ২ হাজার সেখানে যদি ২ লাখ পোলাপান পরীক্ষা দেয় তাইলে এটা যুদ্ধ ছাড়া আর কি,

ওহ,,,ভালো বলেছেন,,,

গল্পে ফিরে যাই,,

বাবা :- তোমাকে যে করেই হোক ভার্সিটি তে চান্স পেতেই হবে...

ছেলে :- চেষ্টা করব,,,,

ভার্সিটি এডমিশন চলছে...

ছেলে রীতিমত ভালোই পড়ালেখা করছে...

আস্তে আস্তে সব ভার্সিটির এডমিশন শেষ,,,,

ছেলের কোথাও চান্স হলো না.....

ছেলে তো ভালোই পড়েছে চান্স না হবার কারণ কি ...???

আরে আপনার ছেলেও যেমন পড়েছে,,,
সবার ছেলেই পড়েছে,,,

বাবা :- তাইলে সবাই চান্স পেলো না কেন

উত্তর :- সবাইকে পড়ানোর মত সিট বাংলাদেশে নাই ( পাবলিক )

আপনার ছেলেকে পড়াতে হলে আরেকজনের ছেলেকে একটা সিট ছাড়তে হয় ।

ভার্সিটি তে চান্স না পাওয়া শিক্ষার্থীদের জন্য একটি গান :-

" নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা "

কথা তো অনেক বললেন,,, আসল সমস্যা টা কোথায় ?

আসল সমস্যা হচ্ছে :- আমরা একজনের সাথে আরেকজনের তুলনা করি । তুলনা করা যত দিন বাদ না দেওয়া হবে পড়ালেখা কঠিন ই থাকবে,, সেই সাথে আরেকটা সমস্যা হচ্ছে শিক্ষাব্যবস্থা,,

আচ্ছা সবি তো বুঝলাম,, এ থেকে মুক্তির উপায় কি ,,,,????

হা হা হা,,,, কেনো জানেন না,,,,আত্মহত্যা,,,,

কিহ ?? আত্মহত্যা,,, সেতো মহাপাপ,,,

====>> সমস্যার সমাধানও বটে
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast