বিয়োগের কান্না
আমার বিয়োগে না হয় তুমি আসলে
কি লাভ তাতে তুমি ভালোবাসলে
আমি চলে যাবো, যাবো বহুদূর
যে দূর তোমারই কবিতার সুর-
ভেবে আমি চলে যাবো
ফিরবো না আর ।
তুমি ডাকবে জানি
কিছু করার থাকবে না এটাও মানি
তবু ভালোবাসা কেন পিছু ছাড়ে না
ছাড়ে না তোমার
তুমি ভুলে যাও
যাও আমাকে
আমি ধুলোঝড়ে মিশে যাবো
মিশে যাবো, হয়ত হেলায় হারাবো
তুমি খুজে নিও নিও আমাকে
আমারি কবিতারি মাঝে
পোড়ো বারে বারে
কান্নার সুরে
যে সুরে -
আমায় পাবে ফিরে
তুমি পাবে ফিরে
কি লাভ তাতে তুমি ভালোবাসলে
আমি চলে যাবো, যাবো বহুদূর
যে দূর তোমারই কবিতার সুর-
ভেবে আমি চলে যাবো
ফিরবো না আর ।
তুমি ডাকবে জানি
কিছু করার থাকবে না এটাও মানি
তবু ভালোবাসা কেন পিছু ছাড়ে না
ছাড়ে না তোমার
তুমি ভুলে যাও
যাও আমাকে
আমি ধুলোঝড়ে মিশে যাবো
মিশে যাবো, হয়ত হেলায় হারাবো
তুমি খুজে নিও নিও আমাকে
আমারি কবিতারি মাঝে
পোড়ো বারে বারে
কান্নার সুরে
যে সুরে -
আমায় পাবে ফিরে
তুমি পাবে ফিরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।