আশা
তুমি তোমার আকাশ তুলিও ধরিয়া
তোমায় পাবার আশায়
তুমি তোমার বিরহ রাখিও ঢাকিয়া
কিছু হারাবার বেলায়
তুমি কিছু কথা তব বিলাপ চেতনা
হারাবার ভয় নাই
তুমি কিছু বেদনা তুচ্ছ করিয়া
লেখনিতে দিও ভাই
তুমি যতদূর চাও যাইতে পারো
ফিরিয়া তাকালে মানুষ হাজারো
তবে কিছু রেখে যেও সকলের তরে
পৃথিবী যেন আশায় ভরে
তোমায় পাবার আশায়
তুমি তোমার বিরহ রাখিও ঢাকিয়া
কিছু হারাবার বেলায়
তুমি কিছু কথা তব বিলাপ চেতনা
হারাবার ভয় নাই
তুমি কিছু বেদনা তুচ্ছ করিয়া
লেখনিতে দিও ভাই
তুমি যতদূর চাও যাইতে পারো
ফিরিয়া তাকালে মানুষ হাজারো
তবে কিছু রেখে যেও সকলের তরে
পৃথিবী যেন আশায় ভরে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭চমৎকার নিবেদনমূলক কবিতা