তুমি আর ছোট নেই
তুমি আর ছোট নেই ! ছোট নেই !!
ছোট,সে তো ছিলে, আজ আর নেই ।
তো কি হয়েছে ?
উঠে দাঁড়াও, দায়িত্ব কাধে নাও ।
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় -
বংগে দাঁড়িয়ে তোমার বাহুতে বিশ্ব করিবে জয় ।
ওমা, আমি ছাড়া আর কি কেহ নেই ?
আমাকে কেন এ দায়িত্ব বইতে হয় ?
একি ভাবো তুমি! এটা তো তোমার ভাবনা নয়
তুমি তো দূর্জয় ; অজেয় কে কর জয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় ।
এ যুদ্ধে যদি আমাকে হারতে হয় ?
একি ভাবো তুমি! এটা তো তোমার ভাবনা নয়
তোমার পেছনে কোটি অনুসারী রয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় ।
নিন্দুকেরে আমি করি ভয়
ওহ, এই কথা, ওদের কথা ছাড়ো
ওরা তো তোমার যোগ্য নয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয়
তুমি বিশ্ব করিবে জয় ।
এতো বল মোরে কে দেবে বলো ?
প্রভু মোর অতি অতিব শক্তিমান
ডাকো তারে তুমি উজাড় করিয়া তোমার মন প্রাণ
প্রভুই তোমাকে করিবে শক্তিদান ।
সে-কি তাইতো -
আমার চক্ষু গিয়াছে খুলি
আমি মেলব আখি আজি
আমি বিশ্ব করিব জয়
কেননা -
বিস্ময় চোখে অবাক পৃথিবী আমাতে তাকিয়ে রয় ।
ছোট,সে তো ছিলে, আজ আর নেই ।
তো কি হয়েছে ?
উঠে দাঁড়াও, দায়িত্ব কাধে নাও ।
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় -
বংগে দাঁড়িয়ে তোমার বাহুতে বিশ্ব করিবে জয় ।
ওমা, আমি ছাড়া আর কি কেহ নেই ?
আমাকে কেন এ দায়িত্ব বইতে হয় ?
একি ভাবো তুমি! এটা তো তোমার ভাবনা নয়
তুমি তো দূর্জয় ; অজেয় কে কর জয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় ।
এ যুদ্ধে যদি আমাকে হারতে হয় ?
একি ভাবো তুমি! এটা তো তোমার ভাবনা নয়
তোমার পেছনে কোটি অনুসারী রয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয় ।
নিন্দুকেরে আমি করি ভয়
ওহ, এই কথা, ওদের কথা ছাড়ো
ওরা তো তোমার যোগ্য নয়
বিস্ময় চোখে অবাক পৃথিবী তোমাতে তাকিয়ে রয়
তুমি বিশ্ব করিবে জয় ।
এতো বল মোরে কে দেবে বলো ?
প্রভু মোর অতি অতিব শক্তিমান
ডাকো তারে তুমি উজাড় করিয়া তোমার মন প্রাণ
প্রভুই তোমাকে করিবে শক্তিদান ।
সে-কি তাইতো -
আমার চক্ষু গিয়াছে খুলি
আমি মেলব আখি আজি
আমি বিশ্ব করিব জয়
কেননা -
বিস্ময় চোখে অবাক পৃথিবী আমাতে তাকিয়ে রয় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭বিপ্লবী চেতনার এক অসাধারণ কবিতা।।।