কচি করে ( চতুর্দশপদী )
কচি করে বৃথা তুমি আমারি ছিলে
কচি করে আমায় তুমি হারিয়ে দিলে
কচি করে অনেক আগে তোমার দেখা পাই
কচি করে তোমার আমার ভালোবাসা নাই
কচি করে আমার পৃথিবী আজ শূন্যে ভরা
কচি করে আমার পৃথিবী আজ মরুভূমির খরা
কচি করে আমি যদি তোমায় ভূলে যাই
কচি করে তুমি আমায় মনে রাখো নাই
কচি করে ভালোবাসা এমনি হয়
কচি করে ভালোলাগা ভালোবাসা নয়
কচি করে ভালোবাসা শুধুই হারে
কচি করে ভালোবাসা আমায় ছাড়ে
কচি করে আজ আমি বড়ই একা
কচি করে তোমার আর পাই না দেখা
কচি করে আমায় তুমি হারিয়ে দিলে
কচি করে অনেক আগে তোমার দেখা পাই
কচি করে তোমার আমার ভালোবাসা নাই
কচি করে আমার পৃথিবী আজ শূন্যে ভরা
কচি করে আমার পৃথিবী আজ মরুভূমির খরা
কচি করে আমি যদি তোমায় ভূলে যাই
কচি করে তুমি আমায় মনে রাখো নাই
কচি করে ভালোবাসা এমনি হয়
কচি করে ভালোলাগা ভালোবাসা নয়
কচি করে ভালোবাসা শুধুই হারে
কচি করে ভালোবাসা আমায় ছাড়ে
কচি করে আজ আমি বড়ই একা
কচি করে তোমার আর পাই না দেখা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭
-
রাবেয়া মৌসুমী ১৫/০৩/২০১৭কচি টা কি?বুঝতে পারিনাই..
বাংলা চতুর্দশপদী কবিতার বড় অভাব।
ভালো লাগল, ধন্যবাদ