ভেলকি
আমি ভরসার তীরে ডুবি নাই আজি -
ভরসার তীরে ডুবি নাই ।
আমি অশোক বৃক্ষে চূড়ায় উঠিয়া -
বাচিবার তরে মরি নাই ।
আমি অষ্ট ধাতুর আংটি পরি না
মানি না তাহার ভেলকি ,
আমি বিষাদের তরে না পারি মরিতে
না পারি ঘুমাতে তন্দ্রে ।
আমি অলসপুরের অলস নগরী-
দেব আজি লাল দহনে,
আমি বিশ্বমাতার বিশ্ব আচল -
রাঙাবো আজি রাঙা ভুবনে ।
ভরসার তীরে ডুবি নাই ।
আমি অশোক বৃক্ষে চূড়ায় উঠিয়া -
বাচিবার তরে মরি নাই ।
আমি অষ্ট ধাতুর আংটি পরি না
মানি না তাহার ভেলকি ,
আমি বিষাদের তরে না পারি মরিতে
না পারি ঘুমাতে তন্দ্রে ।
আমি অলসপুরের অলস নগরী-
দেব আজি লাল দহনে,
আমি বিশ্বমাতার বিশ্ব আচল -
রাঙাবো আজি রাঙা ভুবনে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১৯/০২/২০১৭ভালো লিখেছেন কবি।
-
রাবেয়া মৌসুমী ১৯/০২/২০১৭সুন্দর ভাবান্তর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০২/২০১৭অনবদ্য।
-
এস এম আলমগীর হোসেন ১৮/০২/২০১৭সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/০২/২০১৭দারুণ কম্পোজিশন
ধন্যবাদ!!!!!!!!!!
::::::::::::::::::::