www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছার ইতিবৃত্ত

ভোরের চাঁদ মৌনতার মননে জেনে নেয়
কুয়াশাঘেরা নিশির সরল মনের
গভীরে একটু একটু করে
ঝরে যায় কত রক্তক্ষরণ
কক্ষপথে হাটঁতে হাটঁতে সাক্ষী হয়
বুকের গভীরে জমা হওয়া
ক্ষোভের ক্রন্দনরত দুঃখের ইতিবৃত্ত।

শতাব্দীর দুঃখ চেপে যখন পাখি সরব হয়
তখন অম্বর ও সুনীল ডানায় উড়ে চলে
দৃষ্টির সীমানায়।

পায়রার দল ওসাথী হয়
ডানার ভাঁজ খোলে আকাশের জানালায়
মন খুলে পাখা উড়িয়ে বিলীন হয়
স্বাধীনতায়।

ইচ্ছে সুখের খোঁজে ঘুরে বেড়ায়
আসমান জমিন সাগর পাহাড়
ইচ্ছে করে মাঝে মাঝেে পাখি হবো
উড়বো তখন যখন যেমন জাগবে খুশি
কখনো বা ইচ্ছে করে ফুল হবো
দেবতার চরণে দেবো অঞ্জলি বারো মাসই
ঘুচাবো দুঃখ দেখবো লুটিয়ে মুখের হাসি।

কাঁটার জাল খুলে
দেখবো কি সুখ
সুখ সাগরে নোঙ্গর কেটে
ফিরবো আবার দেখবো তখন এ ধরণী।

ধীরে ধীরে মিলাবো সুর
একই সুরে হাজার কথা
বলবো তখন একটু ধীরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast