ইচ্ছার ইতিবৃত্ত
ভোরের চাঁদ মৌনতার মননে জেনে নেয়
কুয়াশাঘেরা নিশির সরল মনের
গভীরে একটু একটু করে
ঝরে যায় কত রক্তক্ষরণ
কক্ষপথে হাটঁতে হাটঁতে সাক্ষী হয়
বুকের গভীরে জমা হওয়া
ক্ষোভের ক্রন্দনরত দুঃখের ইতিবৃত্ত।
শতাব্দীর দুঃখ চেপে যখন পাখি সরব হয়
তখন অম্বর ও সুনীল ডানায় উড়ে চলে
দৃষ্টির সীমানায়।
পায়রার দল ওসাথী হয়
ডানার ভাঁজ খোলে আকাশের জানালায়
মন খুলে পাখা উড়িয়ে বিলীন হয়
স্বাধীনতায়।
ইচ্ছে সুখের খোঁজে ঘুরে বেড়ায়
আসমান জমিন সাগর পাহাড়
ইচ্ছে করে মাঝে মাঝেে পাখি হবো
উড়বো তখন যখন যেমন জাগবে খুশি
কখনো বা ইচ্ছে করে ফুল হবো
দেবতার চরণে দেবো অঞ্জলি বারো মাসই
ঘুচাবো দুঃখ দেখবো লুটিয়ে মুখের হাসি।
কাঁটার জাল খুলে
দেখবো কি সুখ
সুখ সাগরে নোঙ্গর কেটে
ফিরবো আবার দেখবো তখন এ ধরণী।
ধীরে ধীরে মিলাবো সুর
একই সুরে হাজার কথা
বলবো তখন একটু ধীরে।
কুয়াশাঘেরা নিশির সরল মনের
গভীরে একটু একটু করে
ঝরে যায় কত রক্তক্ষরণ
কক্ষপথে হাটঁতে হাটঁতে সাক্ষী হয়
বুকের গভীরে জমা হওয়া
ক্ষোভের ক্রন্দনরত দুঃখের ইতিবৃত্ত।
শতাব্দীর দুঃখ চেপে যখন পাখি সরব হয়
তখন অম্বর ও সুনীল ডানায় উড়ে চলে
দৃষ্টির সীমানায়।
পায়রার দল ওসাথী হয়
ডানার ভাঁজ খোলে আকাশের জানালায়
মন খুলে পাখা উড়িয়ে বিলীন হয়
স্বাধীনতায়।
ইচ্ছে সুখের খোঁজে ঘুরে বেড়ায়
আসমান জমিন সাগর পাহাড়
ইচ্ছে করে মাঝে মাঝেে পাখি হবো
উড়বো তখন যখন যেমন জাগবে খুশি
কখনো বা ইচ্ছে করে ফুল হবো
দেবতার চরণে দেবো অঞ্জলি বারো মাসই
ঘুচাবো দুঃখ দেখবো লুটিয়ে মুখের হাসি।
কাঁটার জাল খুলে
দেখবো কি সুখ
সুখ সাগরে নোঙ্গর কেটে
ফিরবো আবার দেখবো তখন এ ধরণী।
ধীরে ধীরে মিলাবো সুর
একই সুরে হাজার কথা
বলবো তখন একটু ধীরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ৩১/০১/২০২১
-
কুমারেশ সরদার ৩০/০১/২০২১সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০১/২০২১সুন্দর।
-
Biswanath Banerjee ৩০/০১/২০২১good
-
ফয়জুল মহী ৩০/০১/২০২১অসাধারণ সৃজন সৃষ্টি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০১/২০২১খুব সুন্দর লিখেছেন ভাই।
ভালো লাগলো