ক্রন্দনরত পৃথিবী
ভাবিনি ভীষণ অসুখে ক্রন্দন করবে পৃথিবী
ভাবিনি হালখাতা জুড়ে থাকবে
লাশের সারি।
ভাবিনি স্বপ্নহীন দমবন্ধ নিসংঙ্গতায়
কাটাতে হবে প্রতারিত সময়।
ভাবিনি বোবাকান্না আর নীরব শোকে
ধরণীর হবে কালোমুখ।
ভাবিনি আর্তনাদে ও বোধহীন হবে রক্তের বন্ধন
ভাবিনি মিথ্যা চতুরতায় মিথ্যা দম্ভে
সচল থাকবে ধর্ষক চোর আর চোরাকারবারি।
ভাবিনি বন্ধ হবে মসজিদ মন্দির শিক্ষালয় কলের চাকা
ভাবিনি হারিয়ে যাবে সন্তানের ভালোবাসা
বাবা মায়ের আদর বোনের স্নেহ।
নিস্তব্ধ পৃথিবী নিঃশব্দ অবিরাম
যদি এত আঁধারে ও বেঁচে ফিরি
বাঁচে যদি সুন্দর মুখগুলো ।
কেমন হবে এ ধরণী
জানো কি রবি জানো কি শশি?
জানো কি নদী জানো কি পাহাড়?
জানো কি সমুদ্র জানো কি নবগ্রহ?
উত্তর দাও উত্তর দাও .....
ভাবিনি হালখাতা জুড়ে থাকবে
লাশের সারি।
ভাবিনি স্বপ্নহীন দমবন্ধ নিসংঙ্গতায়
কাটাতে হবে প্রতারিত সময়।
ভাবিনি বোবাকান্না আর নীরব শোকে
ধরণীর হবে কালোমুখ।
ভাবিনি আর্তনাদে ও বোধহীন হবে রক্তের বন্ধন
ভাবিনি মিথ্যা চতুরতায় মিথ্যা দম্ভে
সচল থাকবে ধর্ষক চোর আর চোরাকারবারি।
ভাবিনি বন্ধ হবে মসজিদ মন্দির শিক্ষালয় কলের চাকা
ভাবিনি হারিয়ে যাবে সন্তানের ভালোবাসা
বাবা মায়ের আদর বোনের স্নেহ।
নিস্তব্ধ পৃথিবী নিঃশব্দ অবিরাম
যদি এত আঁধারে ও বেঁচে ফিরি
বাঁচে যদি সুন্দর মুখগুলো ।
কেমন হবে এ ধরণী
জানো কি রবি জানো কি শশি?
জানো কি নদী জানো কি পাহাড়?
জানো কি সমুদ্র জানো কি নবগ্রহ?
উত্তর দাও উত্তর দাও .....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৬/২০২০আহা কি দারুণ প্রকাশ
-
সঞ্জয় শর্মা ০২/০৬/২০২০ধরণী যেন সুন্দরময় সাম্যে গড়ে ওঠে..
-
ফয়জুল মহী ০২/০৬/২০২০পরিপক্ব ও পরিপাটি লেখা ..
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০২/০৬/২০২০চমৎকার...
-
Md. Rayhan Kazi ০২/০৬/২০২০দারুন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০৬/২০২০অসাধারন
-
কবীর হুমায়ূন ০২/০৬/২০২০পড়ে ভালো লাগলো। শুভ কামনা।