ইতি হালদার
ইতি হালদার-এর ব্লগ
ক্রমানুসার:
-
ভোরের চাঁদ মৌনতার মননে জেনে নেয়
কুয়াশাঘেরা নিশির সরল মনের
গভীরে একটু একটু করে
ঝরে যায় কত রক্তক্ষরণ [বিস্তারিত] -
অচেনা শহরের ধোঁয়ার পাহাড় কেটে
নুড়ি গড়িয়ে গেলে
মায়া নদীর স্রোতের রেশ অল্প দেখায়।
চাঁদও নেমে আসে রুপালী আঁখি খুলে [বিস্তারিত] -
নিভৃত মগ্নতায় ভোরের রুপালী আভা
রেখে যায় অন্তঃশীল কোমলতা।
হৃদয়ের কোটরে তখন উষ্ণ অনুরাগ
চোখে উজ্জ্বল দীপ্তির আতিশয্য। [বিস্তারিত] -
অস্বস্তির অনলে উঠে ঢেউ
কতটা আহত হলে।
রুপকথার গল্প হয় বেনামী ভালোবাসা
কতটা আহত হলে। [বিস্তারিত] -
ভাবিনি ভীষণ অসুখে ক্রন্দন করবে পৃথিবী
ভাবিনি হালখাতা জুড়ে থাকবে
লাশের সারি।
ভাবিনি স্বপ্নহীন দমবন্ধ নিসংঙ্গতায় [বিস্তারিত]