বাঁচার উন্মাদনা
তুমি আমার নব চেতনা
নব উদ্যমে বাঁচার উন্মাদনা।
তুমি দৃষ্টির অপলক সৃষ্টি
সময়ের আরক্তিম ঝড়ে পড়া বৃষ্টি ।
তুমি গগন ধরার সুনিবিড় প্রেমময় আলীঙ্গন
সুবাসিত সৌরভের সুমিষ্ট সুঘ্রাণ।
তুমি মুসাফিরের আকুন্ঠ তৃষ্ণার জল
ক্রমান্বয়ে সুশীতল কামনাক্লিষ্ট বল।
তুমি আমার সাঁঝের মায়া
সকালের শিশির স্নাত কায়া,
দুপুরের তপ্ত রৌদ্রের অনাকাংক্ষিত ছায়া।
তুমি আমার শত জনমের ললাট লিখন
দৃষ্টির অগোচরে হারিয়ে যাওয়া স্বপ্নময় স্বপন।
নব উদ্যমে বাঁচার উন্মাদনা।
তুমি দৃষ্টির অপলক সৃষ্টি
সময়ের আরক্তিম ঝড়ে পড়া বৃষ্টি ।
তুমি গগন ধরার সুনিবিড় প্রেমময় আলীঙ্গন
সুবাসিত সৌরভের সুমিষ্ট সুঘ্রাণ।
তুমি মুসাফিরের আকুন্ঠ তৃষ্ণার জল
ক্রমান্বয়ে সুশীতল কামনাক্লিষ্ট বল।
তুমি আমার সাঁঝের মায়া
সকালের শিশির স্নাত কায়া,
দুপুরের তপ্ত রৌদ্রের অনাকাংক্ষিত ছায়া।
তুমি আমার শত জনমের ললাট লিখন
দৃষ্টির অগোচরে হারিয়ে যাওয়া স্বপ্নময় স্বপন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত সরকার ০৫/১১/২০১৭সত্যি, ভালোলাগার কোষটা ছুয়ে গেল।
-
কাজী জুবেরী মোস্তাক ০১/১১/২০১৭বেশ প্রাণবন্ত
-
আজাদ আলী ০১/১১/২০১৭Fine dear
-
সোলাইমান ০১/১১/২০১৭প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/১১/২০১৭বেশ প্রাণবন্ত ।
এগিয়ে চলুন । -
কে. পাল ০১/১১/২০১৭Osadharon
-
মধু মঙ্গল সিনহা ০১/১১/২০১৭খুব ভালো লাগল