একাকীত্বের ভেলায়
আমি একাকীত্বের ভেলায়
বৈরাগ্য ভবে ভাবের মেলায় ।
খুজতে থাকি হন্যে হয়ে
জগৎ সংসার তামাম আলয়ে ।
দুঃখ যাতনা হৃদয়ে বয়ে
আপন চরণ ধরণীতে লুটায়ে ।
আশাহত স্বপ্ন হীন ঘৃণ্য এ জীবনে
অপূর্ণতার লাগাম ধরে ছুটছি যেন আনমনে ।
কখন যেন কিভাবে
হঠাৎ আমি বিভোর ।
যেথা একা হোকনা সেথায়
দাঁড়িয়ে তারই অপেক্ষায় ।
বৈরাগ্য ভবে ভাবের মেলায় ।
খুজতে থাকি হন্যে হয়ে
জগৎ সংসার তামাম আলয়ে ।
দুঃখ যাতনা হৃদয়ে বয়ে
আপন চরণ ধরণীতে লুটায়ে ।
আশাহত স্বপ্ন হীন ঘৃণ্য এ জীবনে
অপূর্ণতার লাগাম ধরে ছুটছি যেন আনমনে ।
কখন যেন কিভাবে
হঠাৎ আমি বিভোর ।
যেথা একা হোকনা সেথায়
দাঁড়িয়ে তারই অপেক্ষায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন শর্মা ১১/০৩/২০১৬বাহ্ চমৎকার ভাব, বিষয়।
-
মাহাবুব ০৮/০৩/২০১৬ভালো হয়েছে কবি কবিতাটা, শুভেচ্ছা।