বিধ্বস্ত আত্মচেতনা
অনন্ত দিগন্তের হাত ছানি,
বেড়ে উঠা স্বপ্নের বাগিচায়।
সময় এখন অস্থির
জীবনের বঞ্চনা গুলোর নাটকীয়তা
হৃদয়ে যতো কম্পন সৃষ্টি করে ...
তার প্রতিচ্ছবি মানস পটে নিরলিপ্ত।
কিন্তু আবেগ যখন চঞ্চল
তখন শুন্যতা আর প্রাপ্তিহিনতার
অমোঘ কালো ছায়া আত্মচেতনা
গুলোকে বিধ্বস্ত করে দেয়।
বেড়ে উঠা স্বপ্নের বাগিচায়।
সময় এখন অস্থির
জীবনের বঞ্চনা গুলোর নাটকীয়তা
হৃদয়ে যতো কম্পন সৃষ্টি করে ...
তার প্রতিচ্ছবি মানস পটে নিরলিপ্ত।
কিন্তু আবেগ যখন চঞ্চল
তখন শুন্যতা আর প্রাপ্তিহিনতার
অমোঘ কালো ছায়া আত্মচেতনা
গুলোকে বিধ্বস্ত করে দেয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২২/১২/২০১৪
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১২/২০১৪সুন্দর শব্দচয়ন ও শৈল্পিক বিন্যাসে কবিতা হয়ে ফুটেছে।
ভাল লাগল কবি। শুভেচ্ছা নিন।
বানান: নির্লিপ্ত/শূন্যতা/প্রাপ্তিহীনতা.......
ধন্যবাদ