হিমায়িত দুঃখ
এসো প্রানের উচ্ছ্বাসে
জোয়ার ভাটার স্পন্দনে
জীবন তরীর পারাপারে
স্বপ্ন বৈঠা চলার সমস্বরে
সময়ের ক্ষয়ে যাওয়া পথে...
কত স্মৃতি হা হা করে বিরামহীন রথে ?
ক্ষমা যাতনা হৃদয়ে
হিমায়িত দুঃখ পুড়ে মনে ।
সুক্ষ অনুভূতির আন্দোলনে
স্বৈর শাসক বাধ সাধে যতো
রনে বনে জঙ্গলে যেখানে সেখানে
নিজেকে নিজে ভুলি ।
জগতের সার আমিত্ব সবার
শত যতনে আত্নগোপনে থাকি
সীমাবদ্ধ বেষ্টনীতে তাঁকেই খুঁজি
খুঁজতে থাকি বরনারঘ্য সাজে ।
জোয়ার ভাটার স্পন্দনে
জীবন তরীর পারাপারে
স্বপ্ন বৈঠা চলার সমস্বরে
সময়ের ক্ষয়ে যাওয়া পথে...
কত স্মৃতি হা হা করে বিরামহীন রথে ?
ক্ষমা যাতনা হৃদয়ে
হিমায়িত দুঃখ পুড়ে মনে ।
সুক্ষ অনুভূতির আন্দোলনে
স্বৈর শাসক বাধ সাধে যতো
রনে বনে জঙ্গলে যেখানে সেখানে
নিজেকে নিজে ভুলি ।
জগতের সার আমিত্ব সবার
শত যতনে আত্নগোপনে থাকি
সীমাবদ্ধ বেষ্টনীতে তাঁকেই খুঁজি
খুঁজতে থাকি বরনারঘ্য সাজে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) ২২/১০/২০১৪ভাল লাগলো।
-
মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪ভাল হয়েছে লেখাটা..
-
কৌশিক আজাদ প্রণয় ২২/১০/২০১৪বর্ণার্ঘ্য বানান কি এটা হবে? আমি নিজেও কনফিউসড। প্রানের> প্রাণের।কবিতার বোধটি শুরুর দিকে জাগরণী আভাস মনে হলেও শেষের দিকে অত্যাধিক বিমূর্ততায় আমার পাঠোদ্ধারের বাইরে চলে গিয়েছে। সেটা আমার সীমাবদ্ধতা। কয়েকবার কবিতাটি পড়লাম। শব্দ আর ছন্দে অসাধারণ একটি সৃষ্টি এটি। অভিনন্দন কবি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১০/২০১৪প্রথম লাইনটা আর পরের লাইনগুলো কেনো যেনো মিল খুজে পাচ্ছি না।
-
অনিরুদ্ধ বুলবুল ২১/১০/২০১৪সুন্দর শব্দ চয়ন - 'হিমায়িত দুঃখ পুড়ে মনে' বেশ বলেছেন।
কবিকে অভিনন্দন।