ছড়াকার
ছড়াকার রেগে বলে
সে দিন দেখনি
ভেঙ্গে করি খানখান
আমার ওই লেখনী !
রাগ শেষে বলে হেসে
আচ্ছা বেশ
আজ হতে ছড়া লেখা
এখানেই শেষ ।
যে কথা সে কাজ
ছড়া লেখা বন্ধ
ফুল-পাখি নিয়ে থাকে
ভুলে যায় ছন্দ ।
অবশেষে তুলে নেয়
লেখনী আর খাতাটা
আঁকিবুকি করে শেষে
ছিঁড়ে ফেলে পাতাটা ।
সে দিন দেখনি
ভেঙ্গে করি খানখান
আমার ওই লেখনী !
রাগ শেষে বলে হেসে
আচ্ছা বেশ
আজ হতে ছড়া লেখা
এখানেই শেষ ।
যে কথা সে কাজ
ছড়া লেখা বন্ধ
ফুল-পাখি নিয়ে থাকে
ভুলে যায় ছন্দ ।
অবশেষে তুলে নেয়
লেখনী আর খাতাটা
আঁকিবুকি করে শেষে
ছিঁড়ে ফেলে পাতাটা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১০/২০১৪ফ্যান্টাসটিক ছড়াকার। ছড়াটা ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১০/২০১৪বেশ সুন্দর হয়েছে।
খাতা ছিঁড়লেও ছড়াকারকে থামলে চলবে না, কম্পিউটারে লিখলেও চলবে