সুখ (লিমেরিক)
সুখের খোঁজে ছুটছে সবাই অবিরাম
সুখপাখিটা ধরতে সবার ঝরছে ঘাম।
সুখ হলো মরিচিকা
সুখ দূরের নিহারিকা
আসলেতো ধৈর্য-ই সুখের অপরনাম।
সুখপাখিটা ধরতে সবার ঝরছে ঘাম।
সুখ হলো মরিচিকা
সুখ দূরের নিহারিকা
আসলেতো ধৈর্য-ই সুখের অপরনাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২০/১০/২০১৪দারুণ বলেছেন।।
-
মনিরুজ্জামান শুভ্র ১৯/১০/২০১৪ভাল লিখেছেন ।
-
রূপক বিধৌত সাধু ১৯/১০/২০১৪বেশ বলেছেন ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৯/১০/২০১৪চমৎকার কথামালায় অনন্য একটি লেখনী। অসাধারন ভাবনা। ভাল লাগল।
-
অনিরুদ্ধ বুলবুল ১৯/১০/২০১৪ছোট্ট পরিসরে লিমেরিকে অনেক বড় কথা তুলে ধরেছেন। ভাল লাগল, অভিনন্দন।
-
আফরান মোল্লা ১৯/১০/২০১৪ভালো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/১০/২০১৪ছোট কথা সুন্দর ভাবে। ভালো লাগলো। কৌশিক আজাদ প্রণয়ের সাথে সহমত।
-
কৌশিক আজাদ প্রণয় ১৯/১০/২০১৪বিভিন্ন শব্দের মাঝখানে ব্যবধান রাখা হয়নি বলে এদেরকে আলাদা ভাবে একটি করে শব্দ বলে মনে হচ্ছে। এটা ঠিক করে নিলে ভালো হবে।