www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ (লিমেরিক)

সুখের খোঁজে ছুটছে সবাই অবিরাম
সুখপাখিটা ধরতে সবার ঝরছে ঘাম।
সুখ হলো মরিচিকা
সুখ দূরের নিহারিকা
আসলেতো ধৈর্য-ই সুখের অপরনাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২০/১০/২০১৪
    দারুণ বলেছেন।।
  • ভাল লিখেছেন ।
  • রূপক বিধৌত সাধু ১৯/১০/২০১৪
    বেশ বলেছেন ।
  • চমৎকার কথামালায় অনন্য একটি লেখনী। অসাধারন ভাবনা। ভাল লাগল।
  • অনিরুদ্ধ বুলবুল ১৯/১০/২০১৪
    ছোট্ট পরিসরে লিমেরিকে অনেক বড় কথা তুলে ধরেছেন। ভাল লাগল, অভিনন্দন।
  • আফরান মোল্লা ১৯/১০/২০১৪
    ভালো।
  • ছোট কথা সুন্দর ভাবে। ভালো লাগলো। কৌশিক আজাদ প্রণয়ের সাথে সহমত।
  • বিভিন্ন শব্দের মাঝখানে ব্যবধান রাখা হয়নি বলে এদেরকে আলাদা ভাবে একটি করে শব্দ বলে মনে হচ্ছে। এটা ঠিক করে নিলে ভালো হবে।
    • এনামুল হক মানিক ১৯/১০/২০১৪
      আজাদ ভাই, আমি যা লিখিছি সঠিক। সুখপাখিটা আর অপরনাম..... এই ভাবেই লিখে। আপনাকে কষ্ট করে বাংলা ভাষা দখলে নিতে হবে। ধন্যবাদ , ভালো থাকবেন সতত ।
      • জী বাংলা ভাষা প্রতিনিয়ত শেখার চেষ্টায় আছি। ধন্যবাদ আপনাকে আমাকে ধরিয়ে দেয়ার জন্য। তবে মন্তব্যে মনে হয় একটা ভুল ছিল। লিখিছি> লিখেছি।

        ভাষা দখলে নিতে খুব বেশী কষ্ট করতে হবে না। ধরিয়ে দেয়ার জন্য আপনারা তো আছেনই। আমিও অভিধান খুঁজে খুঁজে চেষ্টা করবো ভুলগুলো শুধরে নেবার।

        নিরন্তর ভালো থাকুন।
 
Quantcast