ডাইরি
কি লিখব, লিখছি তো,
প্রতিনিয়ত লিখে যাচ্ছি,
লাল কালি, নীল কালিতে এঁকে যাচ্ছি জীবনের ছবি,
সাদা পাতায় লিখে যাচ্ছি জীবনের অযাচিত কথা;
বিবর্ণ কিছু লেখা।
লিখে যাচ্ছি কিছু লেখা, তোমার কথা;
জীবনের লেখায় লিখে যাচ্ছি তোমার লেখা,
ছোট্ট ছোট্ট কথা,বিন্দু পরিমান ভালোবাস।
পাতা ফুরিয়ে যাচ্ছে তবু লিখে যাচ্ছি,
লিখে যাচ্ছি তোমার সৃতি কথা।
জানো স্বপ্ন কথা, তুমি আজ ঠাই পেয়েছ,
আমার জীবনের খাতায়।
তোমায় লিখছি আমি,রং লাগিয়ে আঁকছি;
বিবর্ন আমার এই পাতায়।
আমার ছোট্ট জীবনের লেখায়।
প্রতিনিয়ত লিখে যাচ্ছি,
লাল কালি, নীল কালিতে এঁকে যাচ্ছি জীবনের ছবি,
সাদা পাতায় লিখে যাচ্ছি জীবনের অযাচিত কথা;
বিবর্ণ কিছু লেখা।
লিখে যাচ্ছি কিছু লেখা, তোমার কথা;
জীবনের লেখায় লিখে যাচ্ছি তোমার লেখা,
ছোট্ট ছোট্ট কথা,বিন্দু পরিমান ভালোবাস।
পাতা ফুরিয়ে যাচ্ছে তবু লিখে যাচ্ছি,
লিখে যাচ্ছি তোমার সৃতি কথা।
জানো স্বপ্ন কথা, তুমি আজ ঠাই পেয়েছ,
আমার জীবনের খাতায়।
তোমায় লিখছি আমি,রং লাগিয়ে আঁকছি;
বিবর্ন আমার এই পাতায়।
আমার ছোট্ট জীবনের লেখায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৯/০২/২০১৫কবি মন ছায়া হয়ে কি যেন খুজে বেড়াছ্ছেন।
-
ফিরোজ মানিক ১০/০২/২০১৫খুবই সুন্দর!
-
মো ফয়সাল রহমান ০৯/০২/২০১৫খুব ভালো হয়েছে
-
হাসান কামরুল ০৯/০২/২০১৫বেশ লিখেছেন।
-
অ ০৯/০২/২০১৫সুন্দর ।
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek valo @
-
সুব্রত দাশ আপন ০৯/০২/২০১৫আপনার ছোট্ট জীবনে মনের সব রঙ লাগিয়ে বিবর্ণ ভাবে লিখেছেন আপনার কবিতাটি। বেশ ভালো গেলো।
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫অনেক ভালো ...............লাগলো
-
সুজন ০৯/০২/২০১৫ভালো হয়েছে