দেবে আমায়
শুকতারা তোমার যৌবনের ফুল আমায় দেবে?
আমি তোমায় মালা গড়ে দেব,
তেপান্তরের দিগন্ত পেরিয়ে নীল পদ্ম এনে জুরে দেব সেই ফুলে,
তোমার ফুলের মাঝে নীল পদ্ম হারিয়ে যাবে,
নতুন স্বপ্ন জেগে উঠবে।
নতুন কুঁড়িতে ভরে যাবে পাদ্ম পাড়ে,
জেগে যাবে জিবনের ছোয়া।
তুমি দেবে তোমার হাতের ঐ রাঙ্গা মেহেদির রঙ,
তুমি দেবে কি আমায়?
আমি আকাশের বুকে এঁকে দেব রামধনুর রঙ,
ছুঁয়ে দেব আকাশের বিশালতা।
তুমি দেবে তোমার কণ্ঠের গান,
আমি সযত্নে রেখে দেব আমার হৃদয় পানে।
তুমি দেবে তোমার ঐ ভালবাসার স্পর্ষ,
আমি হারিয়ে যাব তোমার চোখের স্বপ্ন দিগন্তের মাঝে,
তুমি দেবে আমায়?
আমি তোমায় মালা গড়ে দেব,
তেপান্তরের দিগন্ত পেরিয়ে নীল পদ্ম এনে জুরে দেব সেই ফুলে,
তোমার ফুলের মাঝে নীল পদ্ম হারিয়ে যাবে,
নতুন স্বপ্ন জেগে উঠবে।
নতুন কুঁড়িতে ভরে যাবে পাদ্ম পাড়ে,
জেগে যাবে জিবনের ছোয়া।
তুমি দেবে তোমার হাতের ঐ রাঙ্গা মেহেদির রঙ,
তুমি দেবে কি আমায়?
আমি আকাশের বুকে এঁকে দেব রামধনুর রঙ,
ছুঁয়ে দেব আকাশের বিশালতা।
তুমি দেবে তোমার কণ্ঠের গান,
আমি সযত্নে রেখে দেব আমার হৃদয় পানে।
তুমি দেবে তোমার ঐ ভালবাসার স্পর্ষ,
আমি হারিয়ে যাব তোমার চোখের স্বপ্ন দিগন্তের মাঝে,
তুমি দেবে আমায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অস্পষ্ট ছবি ০৬/০২/২০১৫ভালো লাগার মতো!
-
সাইদুর রহমান ০৫/০২/২০১৫বেশ ভালো লাগলো কবিতাটি।
শুভেচ্ছা নিবেন। -
রক্তিম ০৫/০২/২০১৫এমন করে চাইলে না দিয়ে কি কেউ পারে ? ভালো । আমার ও ভুল হ্য় , কিছু বানান ঠিক করে নেবেন ।
-
সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫কবি শ্রাবনের মেঘ ............,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
দারুণ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভালো লাগলো -
ফিরোজ মানিক ০৫/০২/২০১৫এত কিছৃ করলে যৌবন ফুল না দিয়ে কি পারে।
-
অ ০৫/০২/২০১৫বেশ ভাল হয়েছে ।
শুভেচ্ছা রইল । -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৫/০২/২০১৫এত ভালো ভাবে বললে না দিয়ে উপায় আছে। অবশ্যই দিবে।