www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জেগে আছি

জেগে আছি একা
নীল জোসনার রাতে,
নিঃসঙ্গ তারার মাঝে অন্য কোন জগেতে,
আমি জেগে আছি একা।
বিষাদ এর ক্লান্তি ঘিরে আছে আমার চোখে,
অন্তহীন এই রাতে এখনও জেগে আছি,
শুধু তোমায় ভেবে ভেবে।
অজানা রাতের পাখির ডাকে,
নিঃসঙ্গতার মাঝে ছেদ পরে,
ফিরে আসি আমার কল্পনা থেকে,
কি হবে তোমায় ভেবে;
চলার পথে তুমি এসেছিলে,
হারিয়ে গেলে আন্তহিন পথে,
রয়ে গেলে শুধু দুঃস্বপ্ন হয়ে।
এই ভেবে আমি বিছানায় দিলাম গা এলিয়ে,
এ পাশ ও পাশ করে ভাবি তোমাকে নিয়ে,
এই নিঝুম রাতে।
বিষাদের এই রাতে নীল জোসনার মাঝে,
আমি জেগে আছি একা,
শুধু তোমায় ভেবে ভেবে।
তুমি ছিলে এমনি এক রাতে আমার পাশে,
সে দিনও জোসনারা এসে ছিল,
হেসে ছিল আমাদের সাথে প্রান খুলে,
তুমিও হেসে বলেছিলে;
থাকবে বসে আমার সাথে হাতে হাত রেখে।
আজও জোসনারা আসে,
আমার পাশে বিষাদের নীল ছায়া নিয়ে,
তুমি নেই বলে।
কথা রাখনি,বসে থাকনি আমার পাশে,
চলে গেছো দূরে আমায় একা ফেলে।
ভেব না আমি খুব কষ্টে আছি; তোমায় হারিয়ে,
শুধু জেগে আছি একা,
বিষাদের এই নীল রাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৬/০২/২০১৫
    বেশ ভাল।
  • স্বপন শর্মা ০২/০২/২০১৫
    অনেক ভালো লাগল, কবি|
  • চিরন্তন ০২/০২/২০১৫
    তোমার ভালবাসার স্বপ্নের রং হোক নীল ।। প্রেম হোক লাবন্য ।। ❤
  • আহমাদ মাগফুর ০২/০২/২০১৫
    জাইগ্যা থাকাই ভালো... যে দিনকাল!
    বোম মারার আগেই ধরায়া দিবেন!
    জাইগ্যা থাকাও হইবো,,, সাথে লাখ টেকা পুরুষ্কার!
    • শ্রাবনের মেঘ ০২/০২/২০১৫
      হাহাহাহাহা। তাইলে তো লাক্ষ টাকা পেয়ে যাব।
      • আহমাদ মাগফুর ০২/০২/২০১৫
        অর্ধেক না হউক... কিছু টেকা আমারে দিতে ভুইল্যা যায়েন না কিন্তু!
  • ফিরোজ মানিক ০২/০২/২০১৫
    বেশি জাগবেন না কবি শরীর খারাপ করবে। হাহাহা......... মজা করলাম। অনেক ভাল লাগলো।
  • সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫
    ভালো লেগেছে.........
  • জেগেই থাকুন স্ব্প্ন পূরণ হবে।
  • অগ্নিপক্ষ ০১/০২/২০১৫
    নিম্বাস
 
Quantcast