বিচার
মা! বিচার পাইনি;
মা বাবার হত্যার বিচার পাইনি;
দিব্যি ঘুরে বেরাচ্ছে হায়নার দল,
গরিবের টাকায় দিব্যি আছে তারা।
মা কি হল! মা,
তোমার মুখে শুনেছি বাবার কথা,
শুনেছি ৩০ লক্ষ শহীদের কথা,
তোমার মত ২লক্ষ নারীর ইজ্জতে কথা;
মা! আমি পারি নি,
পারিনি তোমার ইজ্জতের বিচার করতে,
পারিনি বাবার হত্যার বিচার করতে।
মা! জান
মঞ্চে দারিয়ে ফাসির দ্বাবি করেছি;
উদ্ধত কন্ঠে বলেছি এ রায় মানি না মানব না।
মা! ওরা চায় না, বিচার চায় না;
চায় না ওরা তোমার ইজ্জতের বিচার হোক,
চায় না ওরা বাবার হত্যার বিচার হোক।
মা!জান,
আশা নিয়ে জয়ের উল্লাসে চিৎকার করেছি,
বলেছি বিচার হবেই হবে।
মা! পারছি না মা,
রাবার বুলেটের আঘাত আর সহ্য করতে পারছিনা,
চোখ জ্বাল করছে,মা
ওরা টিয়ারশেল মেরেছে,মা
মঞ্চে উদ্ধত কন্ঠে বলেছি জয় বাংলা;
মা কিছু দেখতে পারছি না,
ওরা আজ হায়নার সাথে মা,
ওরা চায় না আমরা বিচার পাই,
ওরা চায় না আমরা স্বাধিন হই,
মা!
ওদের মদদে পুষ্ট আজ হায়নার দল;
মা! মাগো আমি পারিনাই মা
মা বাবার হত্যার বিচার পাইনি;
দিব্যি ঘুরে বেরাচ্ছে হায়নার দল,
গরিবের টাকায় দিব্যি আছে তারা।
মা কি হল! মা,
তোমার মুখে শুনেছি বাবার কথা,
শুনেছি ৩০ লক্ষ শহীদের কথা,
তোমার মত ২লক্ষ নারীর ইজ্জতে কথা;
মা! আমি পারি নি,
পারিনি তোমার ইজ্জতের বিচার করতে,
পারিনি বাবার হত্যার বিচার করতে।
মা! জান
মঞ্চে দারিয়ে ফাসির দ্বাবি করেছি;
উদ্ধত কন্ঠে বলেছি এ রায় মানি না মানব না।
মা! ওরা চায় না, বিচার চায় না;
চায় না ওরা তোমার ইজ্জতের বিচার হোক,
চায় না ওরা বাবার হত্যার বিচার হোক।
মা!জান,
আশা নিয়ে জয়ের উল্লাসে চিৎকার করেছি,
বলেছি বিচার হবেই হবে।
মা! পারছি না মা,
রাবার বুলেটের আঘাত আর সহ্য করতে পারছিনা,
চোখ জ্বাল করছে,মা
ওরা টিয়ারশেল মেরেছে,মা
মঞ্চে উদ্ধত কন্ঠে বলেছি জয় বাংলা;
মা কিছু দেখতে পারছি না,
ওরা আজ হায়নার সাথে মা,
ওরা চায় না আমরা বিচার পাই,
ওরা চায় না আমরা স্বাধিন হই,
মা!
ওদের মদদে পুষ্ট আজ হায়নার দল;
মা! মাগো আমি পারিনাই মা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২১/০৪/২০১৫না পাওয়ার বেদনার নেই কোন স্বান্তনা। তবে যাদের কাছে কিছু নেই আছে শুধু অবক্ষয় । তাদের কাছে কিছু আশা না করা ভাল... ।
-
অ ০১/০২/২০১৫বিচার চাই ।
বিচার চাই ।
সুন্দর হয়েছে ।
অভিনন্দন । -
মুহাম্মদ রুহুল আমীন ০১/০২/২০১৫বেদনাবিধুর কথামালা
কবিতা অনেক ভাল লাগল
(বানান: বেড়াচ্ছে, দাঁড়িয়ে, দাবি, স্বাধীন) -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/০২/২০১৫আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। সে যেই দলই করুক না কেনো। কােনো স্বজনপ্রীতি যেনো না হয়।
-
ফিরোজ মানিক ৩১/০১/২০১৫ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা আমাদের দেশ, বিচার হবে হবেই একদিন আজই নয়তো শেষ। ধন্যবাদ কবি।
-
স্বপন রোজারিও(১) ৩১/০১/২০১৫সুন্দর হয়েছে।
-
ঐশ্বরিক হিমা ৩১/০১/২০১৫সব কষ্টগুলো মেঘে পাড়ি জমাক।
সুন্দর।