সাথী হবে
তোমাকে এক মুঠো হাসি এনে দেব,
পদ্ম পাতায় এক বিন্দু সুখ এনে দেব,
ভালবাসায় মেখে দেব তোমার মনের উঠান;
প্রেমের সাগরে তোমাকে ভাসিয়ে নিয়ে যাব,
ভেসে ভেসে নীল আকাশ নতুন তারা একে দেব,
প্রেম জোয়ারে দূরে হারিয়ে যাব,
সবুজ ঘাটের মাঠে,কাশবনের পারে;
ভালবাসা ছড়িয়ে দেব।
তোমার খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দেব,
কপালে তোমার একে দেব প্রানের দিগন্ত রেখা,
পায়ে ছুয়ে দেব মিষ্টি কদম ফুল,
তুমি সাথী হবে?
পদ্ম পাতায় এক বিন্দু সুখ এনে দেব,
ভালবাসায় মেখে দেব তোমার মনের উঠান;
প্রেমের সাগরে তোমাকে ভাসিয়ে নিয়ে যাব,
ভেসে ভেসে নীল আকাশ নতুন তারা একে দেব,
প্রেম জোয়ারে দূরে হারিয়ে যাব,
সবুজ ঘাটের মাঠে,কাশবনের পারে;
ভালবাসা ছড়িয়ে দেব।
তোমার খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দেব,
কপালে তোমার একে দেব প্রানের দিগন্ত রেখা,
পায়ে ছুয়ে দেব মিষ্টি কদম ফুল,
তুমি সাথী হবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০১/০২/২০১৫
-
ঐশ্বরিক হিমা ৩১/০১/২০১৫ভালোবাসা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে।
বেশ হয়েছে। -
ফিরোজ মানিক ৩১/০১/২০১৫আপনি আপনার প্রতি ভালোবাসা এনে দেবেন প্রতিটি কবির অন্তরে, ভরিয়ে দেবেন রোমান্টিকতায়। দারুণ লেখনির ভাষা।
-
সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫ami moza korlam kobi fine
-
সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫ami hobo sathe ki ok kobi fine
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩১/০১/২০১৫এত সুন্দর রোমান্টিক ভাবে বললে যে কেউই সাথী হতে রাজী হয়ে যাবে। অনেক ভালো হয়েছে। চালিয় যান। আপনার তিন নম্বর লেখাটি প্রকাশ করে দিলাম। লেখা প্রকাশে আর কোনো বাধা থাকলো না। শুভ কামনা রইলো।
সুন্দর লেখা ।