www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাথী হবে

তোমাকে এক মুঠো হাসি এনে দেব,
পদ্ম পাতায় এক বিন্দু সুখ এনে দেব,
ভালবাসায় মেখে দেব তোমার মনের উঠান;
প্রেমের সাগরে তোমাকে ভাসিয়ে নিয়ে যাব,
ভেসে ভেসে নীল আকাশ নতুন তারা একে দেব,
প্রেম জোয়ারে দূরে হারিয়ে যাব,
সবুজ ঘাটের মাঠে,কাশবনের পারে;
ভালবাসা ছড়িয়ে দেব।
তোমার খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দেব,
কপালে তোমার একে দেব প্রানের দিগন্ত রেখা,
পায়ে ছুয়ে দেব মিষ্টি কদম ফুল,
তুমি সাথী হবে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ০১/০২/২০১৫
    এত কিছু দিলে সাথী তো হওয়ার কথা ।
    সুন্দর লেখা ।
  • ঐশ্বরিক হিমা ৩১/০১/২০১৫
    ভালোবাসা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে।
    বেশ হয়েছে।
  • ফিরোজ মানিক ৩১/০১/২০১৫
    আপনি আপনার প্রতি ভালোবাসা এনে দেবেন প্রতিটি কবির অন্তরে, ভরিয়ে দেবেন রোমান্টিকতায়। দারুণ লেখনির ভাষা।
  • সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫
    ami moza korlam kobi fine
    • শ্রাবনের মেঘ ৩১/০১/২০১৫
      সাথী হবে মনের গহীনে,
      পথের প্রান্তে বন্ধু হয়ে,
      বিশ্ব বিজয়ের অঙ্গীকারে।
      তুমি সাথী হবে?
      হলাম সাথী দেখ হাত বারিয়ে।
  • সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫
    ami hobo sathe ki ok kobi fine
  • এত সুন্দর রোমান্টিক ভাবে বললে যে কেউই সাথী হতে রাজী হয়ে যাবে। অনেক ভালো হয়েছে। চালিয় যান। আপনার তিন নম্বর লেখাটি প্রকাশ করে দিলাম। লেখা প্রকাশে আর কোনো বাধা থাকলো না। শুভ কামনা রইলো।
 
Quantcast