বসন্ত
পার করেছি কয়েকটা বসন্ত,
নীল বসন্ত, হলুদ বসন্ত,
সাত রঙের সাতটি বসন্ত হারিয়ে গেছে ,
তবুও বসন্ত আসে,
বসন্ত আসে প্রকৃতিতে, বসন্ত আসে হৃদয়ের কোঠরে,
বসন্ত আসে মনের জানালায়,
কোকিলের সুরে, মৃদু মন্দ বাতাসে।
বসন্ত আসে জীবনের বাকে কিছুটা ভালবাসা নিয়ে,
প্রতি মুহুর্তে প্রতিক্ষনে ক্ষনে।
নীল বসন্ত, হলুদ বসন্ত,
সাত রঙের সাতটি বসন্ত হারিয়ে গেছে ,
তবুও বসন্ত আসে,
বসন্ত আসে প্রকৃতিতে, বসন্ত আসে হৃদয়ের কোঠরে,
বসন্ত আসে মনের জানালায়,
কোকিলের সুরে, মৃদু মন্দ বাতাসে।
বসন্ত আসে জীবনের বাকে কিছুটা ভালবাসা নিয়ে,
প্রতি মুহুর্তে প্রতিক্ষনে ক্ষনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ৩০/০১/২০১৫বসন্তে আসবেই সে তুমি বা আমি চাই বা না চাই । আর তোমার কবিতা আরো চায় আরো চায় । আমার হৃদয় তোমার কবিতা চায় ।
-
নাজমুল আহসান ৩০/০১/২০১৫বসন্ত আসে বসন্তের ভিতরে । ধন্যবাদ কবি ।
-
কুয়াশা রায় ২৮/০১/২০১৫ভাল লাগল।
-
হাসান কামরুল ২৮/০১/২০১৫ভালো লাগলো।
-
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫শীত যায় আসে বসন্ত মনে লাগে দোলা, অনেক সুন্দর আপনার কবিতা কার্পণ্য করিনি বলা। শুভেচ্ছা রইল, চালিয়ে যান।
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/০১/২০১৫বসন্ত হারিয়ে গিয়েছে সত্যি তবে বসন্তের পুনরাবৃত্তিরও ইঙ্গিত আছে কবিতায়, প্রতিক্ষণে ক্ষণে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০১/২০১৫আসরে প্রথম লেখা। ভালো। আসরে স্বাগতম। অনেক শুভচ্ছা রইলো। চালিয়ে যান। প্রকাশ করতে কোনো কার্পন্য নেই।