ভালবাসি
মেঘলা বিকালে যখন মেঘের নাচন দেখছি,
তখন তুমি হালকা লাল শাড়ি পরে;
কপালে বড় লাল টিপ পরে;
আমার পাশে এসে চোখে চোখ রেখে বলেছিলে;
তোমায় ভালবাসি।
সে দিন তোমায় বলতে পারিনি,
তোমার ভালবাসা সে দিন আমাকে কাপুরুষের মত তারিয়েছে;
তোমার চোখের চাহনি এলোমেলো চুল;
আমার হৃদয় কাপন তুলেছিল;
তবুও আমি বলতে পারিনি সে কথা।
আমার ভালবাসা নিয়ে বলতে পারিনি;
তোমায় ভালবাসি
তখন তুমি হালকা লাল শাড়ি পরে;
কপালে বড় লাল টিপ পরে;
আমার পাশে এসে চোখে চোখ রেখে বলেছিলে;
তোমায় ভালবাসি।
সে দিন তোমায় বলতে পারিনি,
তোমার ভালবাসা সে দিন আমাকে কাপুরুষের মত তারিয়েছে;
তোমার চোখের চাহনি এলোমেলো চুল;
আমার হৃদয় কাপন তুলেছিল;
তবুও আমি বলতে পারিনি সে কথা।
আমার ভালবাসা নিয়ে বলতে পারিনি;
তোমায় ভালবাসি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek bar pora holo @ valo laglo lekha
-
মুহাম্মদ রুহুল আমীন ৩১/০১/২০১৫ভাল হয়েছে কবিতা
-
ফিরোজ মানিক ৩০/০১/২০১৫যে ফুল ফোটার আগে কড়িতেই গেল ঝরে ফুটবার সাধ কি তার জাগেনি! মরণ হলেই তার ক্ষতি কি? যা হয়নি বলা। চমৎকার লাগলো কবি! ধন্যবাদ, বানানের দিকে খেয়াল রাখবেন।
-
অ ২৯/০১/২০১৫লেখা কিন্তু চমৎকার হয়েছে ।
শুভেচ্ছা শ্রাবনের মেঘ । -
আহমাদ মাগফুর ২৯/০১/২০১৫জানো আর নাই জানো
বলি আর নাই বলি...
ভালো আমি তুমাকেই বাসি....!
তাই কিনা বলুন! -
সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫বেশ ভালো লাগবো রোমান্টিক কবিতা। তবে কবি আপনার কবিতার কাপুষের মত কথাটি বুঝতে পারিনি।
-
স্বপ্নীল মিহান ২৯/০১/২০১৫চমৎকার (y)
-
কুয়াশা রায় ২৯/০১/২০১৫ভাল লাগল...বানানগুলো একটু দেখে নিলে আরও ভাল লাগবে।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫কবি শ্রাবণের মেঘ
দারুণ ......... হয়েছে -
আবু সাহেদ সরকার ২৯/০১/২০১৫দারুন অনুভূতির প্রকাশ। বানানের দিকে লক্ষ রাখুন। ধন্যবাদ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/০১/২০১৫সাত নাম্বার লাইনে কাপুরুষ হবে। নয় নাম্বার লাইনে কাপন হবে। এমনিতে লেখাটি দারুন হয়েছে। ভালো লাগলো। চালিয়ে যান।