নিকোটিন
করোনাকে জিজ্ঞেস করেছিলাম-"বরুনার অপরাধ?"
-বললো,-"দেহে তার বিষাক্ত নিকোটিন"
-বললাম,-"তামাকগাছের মূল উপড়ে ফেললেই তো পারো;ধ্বংস করলেই তো পারো তামাকজাত দ্রব্যের যতোসব ভাণ্ডার"
প্রসঙ্গ এড়িয়ে কৌশলে তখন চলে গেলো দূরবহুদূর,
যেখানে বিজ্ঞানের সংশয়-ধর্মের বহুবিধ অস্পষ্টতা,
আর আমি চলে গেলাম আমার দেশে-
যেখানে বাঁশের বাঁশি.............
২০-০৭-২০২০ খৃস্টাব্দ
-বললো,-"দেহে তার বিষাক্ত নিকোটিন"
-বললাম,-"তামাকগাছের মূল উপড়ে ফেললেই তো পারো;ধ্বংস করলেই তো পারো তামাকজাত দ্রব্যের যতোসব ভাণ্ডার"
প্রসঙ্গ এড়িয়ে কৌশলে তখন চলে গেলো দূরবহুদূর,
যেখানে বিজ্ঞানের সংশয়-ধর্মের বহুবিধ অস্পষ্টতা,
আর আমি চলে গেলাম আমার দেশে-
যেখানে বাঁশের বাঁশি.............
২০-০৭-২০২০ খৃস্টাব্দ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ০৭/০৫/২০২১আধ্যাত্মিক কথা। কবি কি বুঝাতে চেয়েছেন জানি না। তবে সব অপকর্মের বিরুদ্ধে না গিয়ে এভাবেই এড়িয়ে চলে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৫/২০২১ত্বাত্ত্বিক লেখা।
-
রূপক কুমার রক্ষিত ০৩/০৫/২০২১সুন্দর লেখনী।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৫/২০২১nice
-
ন্যান্সি দেওয়ান ০৩/০৫/২০২১Valoi
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২১সুবচনে শ্রুতিমধুর রচনা ।