ফেব্রুয়ারি এলে
হিন্দি-ইংলিশ গানের তালে,
ডিসকো যত শালী-শালে,
নেশার ঘোরে বস্ত্র খোলে,
নৃত্য করে হেলেদুলে।
মাথা রেখে মায়ের কোলে,
পরের মায়ের বুলি বোলে,
দুধের স্বাদ মিটায় ঘোলে,
বাঙলা ভাষা চড়ায় শূলে।
বিজাতি যেই দালাল দলে,
সময়ের সব পলেপলে,
জন্মভূমির আকাশতলে,
ভিনদেশীদের চরণ মলে।
ফেব্রুয়ারি এলে পরে,
মায়া বিলায় ভাষার তরে,
গুচ্ছ ফুলে হাতটা ভরে,
শহিদ মিনার ভারী করে।
শোভাযাত্রায় আগে ছুটে,
মঞ্চে ভাষণ দিতে ওঠে,
রাজনীতিতে ফায়দা লুঠে,
নেতার মোড়ক গায়ে জোটে।
ডিসকো যত শালী-শালে,
নেশার ঘোরে বস্ত্র খোলে,
নৃত্য করে হেলেদুলে।
মাথা রেখে মায়ের কোলে,
পরের মায়ের বুলি বোলে,
দুধের স্বাদ মিটায় ঘোলে,
বাঙলা ভাষা চড়ায় শূলে।
বিজাতি যেই দালাল দলে,
সময়ের সব পলেপলে,
জন্মভূমির আকাশতলে,
ভিনদেশীদের চরণ মলে।
ফেব্রুয়ারি এলে পরে,
মায়া বিলায় ভাষার তরে,
গুচ্ছ ফুলে হাতটা ভরে,
শহিদ মিনার ভারী করে।
শোভাযাত্রায় আগে ছুটে,
মঞ্চে ভাষণ দিতে ওঠে,
রাজনীতিতে ফায়দা লুঠে,
নেতার মোড়ক গায়ে জোটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ০৩/০৮/২০১৫দারুন কবি
-
অস্পষ্ট ছবি ০৬/০২/২০১৫
-
অ ০৫/০২/২০১৫অনেক সুন্দর হয়েছে আপনার কবিতা ।
শুভেচ্ছা রইল । -
বদরুল আমীন ০৫/০২/২০১৫সুন্দর ।
-
Pp ০৫/০২/২০১৫ঠিক আমি ধিক্কার জানাই তাদের জারা বাংলা দেশে থেকে মা বাংলা কে ইগনর করে
-
সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫আমার কাছে দারুণ লাগলো ছন্দ অন্ত্যমিল
শব্দগাথুণী সব সব অসাধারণ ........................।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ভালো -
সুলতান মাহমুদ ০৫/০২/২০১৫nice
-
স্বপন রোজারিও(১) ০৫/০২/২০১৫বাস্তব কবিতা। শুধু ফেব্রুয়ারী এলে আমরা ভাষা প্রীতি দেখাই। বাকী সময় অন্য ভাষা নিয়ে মাতমাতি করি। এ সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে ভাষার স্বার্থেই।
-
ফিরোজ মানিক ০৫/০২/২০১৫দারুণ অন্তমিল দিয়ে অসাধারণ কবিতা লিখেছেন কবি। শুভেচ্ছা রইল।
-
সুব্রত দাশ আপন ০৫/০২/২০১৫কবি দা আসলে কি বলব ভাষা খুজে পাচ্ছিনা। অসাধারণ বাস্তববাদী কথা বলেছেন। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলে এমন টাইপের মানুষদের উচিৎ শিক্ষা দিয়েছেন।