মা
কাছে আমার যদিও নও-
আছ হৃদয় মাঝে,
তোমার স্মৃতি বয়ে চলি-
সকাল দুপুর সাঁঝে।
বন্দী করে আমায় ও মা!
তোমার প্রেমের ডোরে,
কোন অজানায় দিলা পাড়ি
কোন সে অচিনপুরে।?
অস্থি মজ্জায় মিশে আছ-
আছ শরীর জুড়ে,
জ্বেলে বুকে প্রেমের অনল-
মারছো কেন পুড়ে??
আছ হৃদয় মাঝে,
তোমার স্মৃতি বয়ে চলি-
সকাল দুপুর সাঁঝে।
বন্দী করে আমায় ও মা!
তোমার প্রেমের ডোরে,
কোন অজানায় দিলা পাড়ি
কোন সে অচিনপুরে।?
অস্থি মজ্জায় মিশে আছ-
আছ শরীর জুড়ে,
জ্বেলে বুকে প্রেমের অনল-
মারছো কেন পুড়ে??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো ফয়সাল রহমান ২০/০২/২০১৫nice
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫nice
-
অ ০৫/০২/২০১৫সুন্দর ।
বিষাদের মেঘ যেন ঝরে ঝরে পরছে ।
শুভেচছা রইল । -
অস্পষ্ট ছবি ০৪/০২/২০১৫Nice.. poem...
-
সবুজ আহমেদ কক্স ০৩/০২/২০১৫ভালো লাগলো.....................
........................। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫সুন্দর কবিতা ভালো লাগলো।
-
ডঃ নাসিদুল ইসলাম ০৩/০২/২০১৫VALO HOYECHE