কষ্ট
কষ্টের যাতাকলে পীষ্ট এ দু'চোখে
জমে থাকা মেঘ ,
ঠপ ঠপ বৃষ্টিতে ঝরছে.........
অশান্তির ফাগুনে বিদগ্ধ এ হৃদয়ে
আগুনের ফুলকি উড়ছে..............
সময়ের পরিক্রমায়-
রাত্রি শেষে দিন হয়,
সপ্তাহ যেয়ে পক্ষ গয়,
মাসের পর মাস বয়,
বছর মাঝে প্রবিষ্ট হয়,
কালের গর্ভে লীন হয়,
তবু কবির কবিতায় ছন্দের দেখা নেই,
কবির গল্পে কল্পের অন্ত নেই,
কবির স্বপ্নে বাস্তবতার দেখা নেই,
কবির জীবনে শান্তির চিত্র নেই।
জমে থাকা মেঘ ,
ঠপ ঠপ বৃষ্টিতে ঝরছে.........
অশান্তির ফাগুনে বিদগ্ধ এ হৃদয়ে
আগুনের ফুলকি উড়ছে..............
সময়ের পরিক্রমায়-
রাত্রি শেষে দিন হয়,
সপ্তাহ যেয়ে পক্ষ গয়,
মাসের পর মাস বয়,
বছর মাঝে প্রবিষ্ট হয়,
কালের গর্ভে লীন হয়,
তবু কবির কবিতায় ছন্দের দেখা নেই,
কবির গল্পে কল্পের অন্ত নেই,
কবির স্বপ্নে বাস্তবতার দেখা নেই,
কবির জীবনে শান্তির চিত্র নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/০১/২০১৫হমমম। অনেক কষ্ট। ভালো হয়েছে আপনার কষ্ট নিয়ে লেখা...........
-
অ ১২/০১/২০১৫ভালো হয়েছে ।।
-
এস,বি, (পিটুল) ১১/০১/২০১৫সুন্দর
-
এফ সাকি ১১/০১/২০১৫বিষ্টির ফোটা যদি এভাবেই ঠপ ঠপ পড়ে তবে কবি মনে শান্তি আসবে কিভাবে!
-
রক্তিম ০৯/০১/২০১৫সব আচ্ছে । এবং ভালো লাগছে ।
-
পিয়ালী দত্ত ০৮/০১/২০১৫ভাল লাগল
আমার পাতায় আমন্ত্রণ রইল ।