কবি নজরুলের আমি বংশ
বিদ্রোহী আমি,আমি বিক্ষুব্ধ;
কবি নজরুলের আমি বংশ!
কবিতার অনলে জালিমের মসনদ-
পুড়ে করি তাই আমি ধ্বংস!!
হক্বের সাক্বি আমি পান করি সত্য,
পিয়ে যাই ন্যায়ের সূধা;
সত্য-ন্যায়ের কথা নির্ভয়ে যাই বলে-
স্বাথী মোর স্বয়ং খোদা।
দূর্বার গতি মোর রুখবে সাধ্য কার?
অবিরাম ছুটছি যে ছুটছিই.........
বাতিলের কেল্লায় হক্বের নিশান ওই
পতপত উড়িয়ে চলছিই...........
কবি নজরুলের আমি বংশ!
কবিতার অনলে জালিমের মসনদ-
পুড়ে করি তাই আমি ধ্বংস!!
হক্বের সাক্বি আমি পান করি সত্য,
পিয়ে যাই ন্যায়ের সূধা;
সত্য-ন্যায়ের কথা নির্ভয়ে যাই বলে-
স্বাথী মোর স্বয়ং খোদা।
দূর্বার গতি মোর রুখবে সাধ্য কার?
অবিরাম ছুটছি যে ছুটছিই.........
বাতিলের কেল্লায় হক্বের নিশান ওই
পতপত উড়িয়ে চলছিই...........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ১৬/০৮/২০১৪yes
-
আবু সাহেদ সরকার ১২/০৮/২০১৪সুন্দর একটি বিদ্রোহী কবিতা। ভাল লাগলো পড়ে।