www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসা ও মানবতা একই বৃন্তে দুইটি ফুল

ভালবাসা মানব জীবনের অন্যতম একটি বিষয়,গুরুত্বপূণর্ একটি অধ্যায়| এই প্রেম-ভালবাসা আর পিয়ার-মুহাব্বত কে কেন্দ্র করেই গড়ে উঠে মানবিকতা,সৃষ্টি হয় মানবতার ভিত্তি|

মানব জীবনে তাই প্রেম-ভালবাসার তাৎপযর্ অপরিসীম, অবর্ণনীয় তার ভূমিকা| কারণ এই প্রেম-ভালবাসাই যে কোন কিছু জয় করার মূলমন্ত্র, অসম্ভব কে সম্ভব করার মহৌষধ|
প্রেম-ভালবাসা মধুময়-কুসুমাস্তীণর্, প্রেম-ভালবাসা কূঠিলতা হীন-কণ্টকমুক্ত|

ভালবাসাহীন ব্যাক্তি যেন পাষন্ড ইয়াজিদ!সীমারের নাঙ্গা তরবারী!!
ভালবাসাহীন হৃদয় যেন উষ্ণ মরুভূমি,মরু বালিকার তপ্ত বালি-রাশি|
হৃদ্যতা-সখ্যতা, আদর-সোহাগ,স্নেহ-মমতা,ভক্তি-শ্রদ্ধা ও আন্তরিকতার মধ্য দিয়েই প্রেম-ভালবাসার বহিঃর্প্রকাশ হয়,ঘটে তার অভ্যবক্তি|

মানবতা ও ভালবাসা একই সূত্রে গাঁথা, আবদ্ধ একই মালায়|
তাইতো প্রেম-ভালবাসায় ভাঁটা পড়লে ঢুকরে কাঁদে মানবতা,ছেয়ে যায় অন্যায়-অবিচার আর পাপাচার ও কদাচারে|
প্রেম-ভালবাসা ও আন্তরিকতার অভাবেই দৈন্য দশা দেখা দেয়, রক্তাক্ত হয় একের পর এক জনপদ; সূচিত হয় ধ্বংস যজ্ঞ|
পড়তে থাকে একের পর এক লাশ, বইতে থাকে রক্ত বন্যা;ঝরতে থাকে নয়ন সাগর|

মোটকথা ভালবাসার মর্ম অনুধাবন করে আন্তজর্াতিক পরিমন্ডল থেকে শুরু করে রাষ্ট্র,সমাজ ও ব্যাষ্টিক পর্যায় পর্যন্ত তার সুষ্টু
প্রয়োগ ঘটাতে পারলেই সর্বস্তরে নিয়ম-ক্বানুন ও শান্তি- শৃংখলা ফিরে আসতে বাধ্য, সুনিশ্চিত মানবতার বর্তমান বিষন্ন মুখে প্রসন্নতার হাসি|

তাই আসুন আমরা সবাই প্রেম-ভালবাসার
বৃত্তে বন্দী হয়ে হাতে হাত রেখে এক কাতারে মিলিত হই এবং সম্মিলিত কণ্ঠে পরিবেশন করি মানবতার জয় গান|
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ১৫৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লেখনী।
  • আসোয়াদ লোদি ১০/০৮/২০১৪
    লেখায় লেখকের ব্যক্তিগত অনুভূতির প্রকাশ দেখতে পাই । আরও তথ্যের সমাবেশ ও কিছুটা আকৃতিগত বড় হলে নিঃসন্দেহে গুরুত্ব বাড়ত ।
 
Quantcast