মৃনালি
সেবার কথা দিয়ে কথা রাখনি মৃনালি ,
কথা ছিল নীলপদ্ম তুলতে যাব দিঘীতে ,
সন্ধ্যাবেলায় জোৎস্নার আলোতে তুমি গাইবে গান ।
এক বুক হতাশা নিয়ে আমি ফিরে এসেছ ,
আমি ফিরে এসেছি কলমি লতার বিষন্নতা নিয়ে ,
একাকি চাঁদের বিরহি জোৎস্না বুকে করে ।
অধিকার নিয়ে আসিনি ,ভালবাসার দাবি নিয়ে এসেছি ।
কথা ছিল নীলপদ্ম তুলতে যাব দিঘীতে ,
সন্ধ্যাবেলায় জোৎস্নার আলোতে তুমি গাইবে গান ।
এক বুক হতাশা নিয়ে আমি ফিরে এসেছ ,
আমি ফিরে এসেছি কলমি লতার বিষন্নতা নিয়ে ,
একাকি চাঁদের বিরহি জোৎস্না বুকে করে ।
অধিকার নিয়ে আসিনি ,ভালবাসার দাবি নিয়ে এসেছি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র চক্রবর্তী ১০/০৫/২০১৮ভালো ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৫/২০১৮খুব ভাল লাগল।