বিষন্ন সন্ধ্যা পেরিয়ে
কিছু বিষন্ন সন্ধ্যা পেরিয়ে
একটা রজনীগন্ধ্যা হাতে আমি দাঁড়িয়েছি ,
অধিকার নেই ,আক্ষেপ নেই
একজন বুভুক্ষের মত ভালবাসার কাঙাল আমি ।
যেই সময় চলে গেছে ,
সেই সময়ের শপথ ,
আজ হতে সারারাত দাঁড়িয়ে থাকব রাস্তায়
নক্ষত্ররা দেখুক , সাক্ষ্য দেবে মৃত্যুর পরে ।
হীন্যমন্য তুমি ,শাণিত ঘৃনার আড়ালে
বেধেঁ দিয়েছ যে মলিন প্রেমের হাহাকার ,
হয় পোড়াব না হয় পুড়ে পুড়ে ছাই হয়ে
মেঘের মত উড়ব তোমার আকাশে ।
ভালবাসার নষ্ট ভ্রুণে পুস্পটিত কষ্ট
তুমি দেখনি ,তুমি বোঝোনি বিরহি মনের আকুলতা ,
তোমার জন্য শুকিয়ে যাওয়া অপরাজিতার কান্না
ভুল করে এ জন্মে বরন করল গরলের নিঃস্বতা ।
একটা রজনীগন্ধ্যা হাতে আমি দাঁড়িয়েছি ,
অধিকার নেই ,আক্ষেপ নেই
একজন বুভুক্ষের মত ভালবাসার কাঙাল আমি ।
যেই সময় চলে গেছে ,
সেই সময়ের শপথ ,
আজ হতে সারারাত দাঁড়িয়ে থাকব রাস্তায়
নক্ষত্ররা দেখুক , সাক্ষ্য দেবে মৃত্যুর পরে ।
হীন্যমন্য তুমি ,শাণিত ঘৃনার আড়ালে
বেধেঁ দিয়েছ যে মলিন প্রেমের হাহাকার ,
হয় পোড়াব না হয় পুড়ে পুড়ে ছাই হয়ে
মেঘের মত উড়ব তোমার আকাশে ।
ভালবাসার নষ্ট ভ্রুণে পুস্পটিত কষ্ট
তুমি দেখনি ,তুমি বোঝোনি বিরহি মনের আকুলতা ,
তোমার জন্য শুকিয়ে যাওয়া অপরাজিতার কান্না
ভুল করে এ জন্মে বরন করল গরলের নিঃস্বতা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ০১/০৬/২০১৭ভালোবাসার কাঙাল
-
সাঁঝের তারা ০১/০৬/২০১৭খুব সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৬/২০১৭বেশ ভালো।
-
Tanju H ৩১/০৫/২০১৭চমৎকার।শুভেচ্ছা নিবেন।