www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপূর্ণতা

আমার মনের ধূসর মানচিত্রে
তোমার আঁকা ছবি আছে নিরবে ।

খুব ভালবেসে অবেচতন মনে
কবে যে গোপনে হয়েছে আঁকা ,
আমি জানিনা সত্যিই জানিনা ।

এই জন্মে ভুলে করে অন্ধকারে ডুবেছি ,
পরজন্মে দেখবে ঠিকই
তোমাকে আমার করে নিয়েছি ।


কবিতায় তোমার সাথে কইব কথা ,
শঙখ নদীর তীরে রাত্রিবেলা ।
জোস্নার ঘুঙুর পরে নাচবে যেন জোনাকি
এক আকাশের তারাগুলো দেবে উঁকি ।


শেষ হয়েও শেষ হবেনা ,
আমাদের গ্রাস করবে অনন্ত যৌবন,
তুমি শুধু এখন একটুও কেঁদনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাবিক ২৮/০৫/২০১৭
    খুব ভালো লাগলো
  • বেশ ভালো।
  • বেশ লাগলো।
  • সুন্দর
 
Quantcast