অপূর্ণতা
আমার মনের ধূসর মানচিত্রে
তোমার আঁকা ছবি আছে নিরবে ।
খুব ভালবেসে অবেচতন মনে
কবে যে গোপনে হয়েছে আঁকা ,
আমি জানিনা সত্যিই জানিনা ।
এই জন্মে ভুলে করে অন্ধকারে ডুবেছি ,
পরজন্মে দেখবে ঠিকই
তোমাকে আমার করে নিয়েছি ।
কবিতায় তোমার সাথে কইব কথা ,
শঙখ নদীর তীরে রাত্রিবেলা ।
জোস্নার ঘুঙুর পরে নাচবে যেন জোনাকি
এক আকাশের তারাগুলো দেবে উঁকি ।
শেষ হয়েও শেষ হবেনা ,
আমাদের গ্রাস করবে অনন্ত যৌবন,
তুমি শুধু এখন একটুও কেঁদনা ।
তোমার আঁকা ছবি আছে নিরবে ।
খুব ভালবেসে অবেচতন মনে
কবে যে গোপনে হয়েছে আঁকা ,
আমি জানিনা সত্যিই জানিনা ।
এই জন্মে ভুলে করে অন্ধকারে ডুবেছি ,
পরজন্মে দেখবে ঠিকই
তোমাকে আমার করে নিয়েছি ।
কবিতায় তোমার সাথে কইব কথা ,
শঙখ নদীর তীরে রাত্রিবেলা ।
জোস্নার ঘুঙুর পরে নাচবে যেন জোনাকি
এক আকাশের তারাগুলো দেবে উঁকি ।
শেষ হয়েও শেষ হবেনা ,
আমাদের গ্রাস করবে অনন্ত যৌবন,
তুমি শুধু এখন একটুও কেঁদনা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ২৮/০৫/২০১৭খুব ভালো লাগলো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৫/২০১৭বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৫/২০১৭বেশ লাগলো।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৭/০৫/২০১৭সুন্দর