পাগলীর জন্য ভালবাসা
বিমূর্ত সময় ধরে রেখে ইতিহাস
কত কথা বলে যেতে তুমি ।
উঠোন পেরিয়ে শিমুলের ছায়া
গল্প রচিত হত বিকেল বেলা ।
আমাদের সময় কি শেষ হয়ে গেছে ,বর্ণা ?
তুমি বলেছিলে ,সারাটি জীবন আগলে রেখে
আমরা বাঁচব,ফুরিয়ে যাবেনা ভোরের শিশিরের মত
সূর্য ওঠার সাথে সাথেই ।
আমি হেসেছিলাম ,
তোমাকে হারানোর ভয় জাগেনি মনে কখনই ।
বড্ড বোকা ছিলাম ,
বড্ড বেশি ভালবেসেছিলাম ,বিশ্বাস করেছিলাম ।
আকাশের দিকে তাকিয়ে এখন তারা গুনি কেবল ,
বড় একা একা লাগে ,
সারা বাড়ি মায়ায় জড়িয়ে
হঠাৎ করে ফাঁকি দিয়ে না চলে গেলই পারতে ।
যেখানে থাক ভাল থাক,
আমার ভালবাসা এখনো আছে,
জেনে রেখ ।।
তোমার জন্য এখনো রোজ রাতে
জোনাকিদের সাথে কথা বলি ,
যেমনি তুমি বলতে ,
আমি হাসতাম আর তোমাকে পাগলী বলে ডাকতাম ।
কত কথা বলে যেতে তুমি ।
উঠোন পেরিয়ে শিমুলের ছায়া
গল্প রচিত হত বিকেল বেলা ।
আমাদের সময় কি শেষ হয়ে গেছে ,বর্ণা ?
তুমি বলেছিলে ,সারাটি জীবন আগলে রেখে
আমরা বাঁচব,ফুরিয়ে যাবেনা ভোরের শিশিরের মত
সূর্য ওঠার সাথে সাথেই ।
আমি হেসেছিলাম ,
তোমাকে হারানোর ভয় জাগেনি মনে কখনই ।
বড্ড বোকা ছিলাম ,
বড্ড বেশি ভালবেসেছিলাম ,বিশ্বাস করেছিলাম ।
আকাশের দিকে তাকিয়ে এখন তারা গুনি কেবল ,
বড় একা একা লাগে ,
সারা বাড়ি মায়ায় জড়িয়ে
হঠাৎ করে ফাঁকি দিয়ে না চলে গেলই পারতে ।
যেখানে থাক ভাল থাক,
আমার ভালবাসা এখনো আছে,
জেনে রেখ ।।
তোমার জন্য এখনো রোজ রাতে
জোনাকিদের সাথে কথা বলি ,
যেমনি তুমি বলতে ,
আমি হাসতাম আর তোমাকে পাগলী বলে ডাকতাম ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফ আহমাদ ২৬/০৫/২০১৭দারুণ অনুভৃূতি....।পাগলি ফিরে আসুক এই কামনা.....
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৫/২০১৭ভালোলাগা।
-
আতাম মিঞা ২৫/০৫/২০১৭দারুণ
-
সাঁঝের তারা ২৫/০৫/২০১৭সুন্দর