মহাকাব্য
ঝুলন্তে লাশে মহাকাব্য খুঁজে বেড়ায়
এক উন্মাদ কবি ।
অথচ গোটা পৃথিবী তাকিয়ে আছে
মৃত লাশের সৎকার কখন হবে ।
অনাবশ্যক জটিলতা এড়াতে
সবাই মুখে কুলুপ এঁটে একদম নিশ্চুপ ,
অথচ মৃত লাশ পচে গলে কংকাল হয়ে গেল ।
মহাকাব্য নামে পৃথিবী পেল ভৎসর্না,
মৃত লাশের অভিশাপ ।
এক উন্মাদ কবি ।
অথচ গোটা পৃথিবী তাকিয়ে আছে
মৃত লাশের সৎকার কখন হবে ।
অনাবশ্যক জটিলতা এড়াতে
সবাই মুখে কুলুপ এঁটে একদম নিশ্চুপ ,
অথচ মৃত লাশ পচে গলে কংকাল হয়ে গেল ।
মহাকাব্য নামে পৃথিবী পেল ভৎসর্না,
মৃত লাশের অভিশাপ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৫/২০১৭সুন্দর ভাবনা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৫/২০১৭কংকাল > কঙ্কাল
ভৎসর্না > ভর্ৎসনা
আরও ...