একলা পথে চলা
আজকাল বেশ ভালই আছি
যেমন ইচ্ছে তেমন থাকি ।
নিজের মত বাঁচতে শেখাতেই আনন্দ
নিজের মত হাসতে, কাঁদতে পারাই ছন্দ ।
টুকরো টুকরো ভাল লাগা ,
মুক্ত প্রকৃতির কাছে যাওয়া ।
নিজস্ব সত্ত্বাকে খুঁজে পাওয়া
একটা নতুন স্বপ্নের পথে চলা ।
এইত বেশ আছি,
আপন পথে একলাই চলি ।
আঁধার কিংবা আলোর মাঝে
ঠিকই নিজ ঠিকানায় ফিরি ।
যেমন ইচ্ছে তেমন থাকি ।
নিজের মত বাঁচতে শেখাতেই আনন্দ
নিজের মত হাসতে, কাঁদতে পারাই ছন্দ ।
টুকরো টুকরো ভাল লাগা ,
মুক্ত প্রকৃতির কাছে যাওয়া ।
নিজস্ব সত্ত্বাকে খুঁজে পাওয়া
একটা নতুন স্বপ্নের পথে চলা ।
এইত বেশ আছি,
আপন পথে একলাই চলি ।
আঁধার কিংবা আলোর মাঝে
ঠিকই নিজ ঠিকানায় ফিরি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৪/২০১৭ভালো।
-
মেহেদী হাসান (নয়ন) ১১/০৪/২০১৭একা থাকাটা উত্তম, আমিও একা থাকতে শিখেগেছি...। খুব ভাল লিখছেন কবি..।