www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাষ্ট্রদশা

রাষ্ট্রযন্ত্র ,
একচোখা দৈত্যর খাবলে
গাধার পিঠে উল্টো হয়ে
তুমুল কষ্টে কুঁজো হয়ে চলছে ।

তোমরা নাকি বেজায় আছ
নিজের খেয়ে নিজে বাঁচ ,
কে খেল ,কে বা মরল
ওসব নিয়ে নাই বা ভাব ।


রাষ্ট্র আবার কি জিনিস ভাই,
এইত বেশ আছি ,
চালায় চলুক যে পারে যেমনি
আমার স্বার্থ থাকবে তেমনি ।


সব শালা চোর ,
সুযোগ পেলে মারবে টাকা ,
সাধু কিংবা শিক্ষিত কামলা ,
মিছে মিছে কেন সৎ থাকা ।।


দেশ প্রেম, চেতনা
এসব নিয়ে কি বলবে ভাই ?

আরে ,ধুর মশাই
এসব বেঁচেই তো দেশ চালাই ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ০৫/০৪/২০১৭
    কবিতার শেষ পর্বে
    "দেশপ্রেম, চেতনা
    এসব নিয়ে কি বলবে ভাই ?
    .................................
    এসব বেচেই তো দেশ চালাই l"
    উদ্ধৃত অংশটি satire রূপে কবিতায় ব্যবহারোপযোগী একটি শক্তিশালী প্রতিবাদ হয়েছে l
    কবিকে ধন্যবাদ কবিতায় এরকম শক্তিশালী শৈল্পিক শব্দ ব্যবহারের জন্য l
  • যাদব চৌধুুরী ০৫/০৪/২০১৭
    যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করা মানবজাতির অধিকার l প্রতিবাদের ধরন, মান অনেক l যিনি প্রতিবাদ করছেন, যে মঞ্চ তিনি প্রতিবাদের জন্য ব্যবহার করছেন, যে ব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদটা করছেন - তার ওপর নির্ভর করে প্রতিবাদের ধরন ও মান l প্রতিবাদের জন্য যে বাক্যবন্ধ ব্যবহৃত হবে তাও নির্ভর করে উল্লিখিত বিষয়গুলির ওপর l মিছিলে প্রতিবাদের জন্য যে জাতীয় শব্দবন্ধগুলি ব্যবহৃত হয়, কবিতা মাধ্যমে প্রতিবাদ ঘোষণার ক্ষেত্রে তার সব শব্দবন্ধগুলি আনা যায় না l "সব শালা চোর", কবিতায় এজাতীয় অশ্লীল ভাষার প্রয়োগ অনুচিত মনে হয়েছে l
    কবিতা একটি অত্যন্ত শক্তিশালী শৈল্পিক মাধ্যম l কবিতায় ব্যবহৃত শব্দাবলী কবির ব্যবহার নৈপুণ্যে তার নিজের অর্থের সীমা অতিক্রম করে অসাধারণ শক্তিশালী কালজয়ী অর্থের দ্যোতনা সৃষ্টি করে l ফলে প্রতিবাদের মাধ্যম হিসাবে যখন কবিতাকে ব্যবহার করা হয়, তখন কবিতার মর্যাদার যে নিজস্ব গন্ডি আছে, তাকেও মানতে হয় l পৃথিবীর ইতিহাস বারে বারে প্রমাণ করেছে কবিতায় ও সাহিত্যে সুপ্রযুক্ত ভাষার কুশল প্রয়োগ নানা বিপ্লব সংঘটিত করেছে l ফলে কবিতা মাধ্যমে কোনো প্রতিবাদ করার সময় ভাষা ও শব্দের ব্যবহার সম্বন্ধে কবিকে সতর্ক হতে হবে l গলির মোড়ে অশিক্ষিত লোকেরা উত্তেজিত অবস্থায় ঝগড়া, বাত-বিতন্ডার সময় যে অশ্লীল শব্দাবলী ব্যবহার করে, তা কখনও কবিতার ভাষা হতে পারে না l প্রতিবাদের ভাষা কবিতার ক্ষেত্রে হবে শ্লীল, রুচিসম্মত, শৈল্পিক - এবং তার ক্ষমতা ও প্রভাব হবে শব্দাবলীর সাধারন অর্থের সীমার অতিরিক্ত অনেক অনেক বেশি l
    দ্বিতীয়ত, এখানে প্রতিবাদ হচ্ছে শাসক শ্রেণীর বিরুদ্ধে l শাসক শ্রেণী যদি অসাধু হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় সুযোগ আছে নির্বাচন ব্যবস্থায় অংশ নিয়ে অসাধু সরকার ও তার দলকে পরাজিত করে সাধু দলকে ভোট দিয়ে সরকারে আনা l যদি সব রাজনৈতিক দলই অসাধু বলে মনে হয়, তাহলে হতাশায় ভুগে রাষ্ট্র ব্যবস্থার প্রতি অনাস্থা জ্ঞাপন করে নেতিবাচক প্রতিবাদ করলে নৈরাজ্যকে আহ্বান করা হয় l আর নৈরাজ্য ব্যবস্থা হলো সর্বনিকৃষ্ট শাসনব্যবস্থার থেকেও নিকৃষ্ট l
    শুধু অপরকে দোষ দিয়ে মুক্তি নেই l এগিয়ে আসতে হবে l হাল ধরতে হবে l ভালো লোকেদের এগিয়ে আসতে হবে l ভালো লোকেদের রাজনীতির হাল ধরতে হবে l ইংরাজিতে একটি কথা আছে, "If the good do not come forward to rule, they should be prepared to be ruled by the bad people" l সুতরাং শুধু সমালোচনা করলে হবে না বন্ধু, বুকে দম বেঁধে এগিয়ে আসতে হবে l
    আলোচনায় অংশ নিয়ে কবিতায় ব্যবহৃত ভাষার শালীনতা প্রসঙ্গে বলতে বলতে কবিতাটির বার্তা প্রসঙ্গেও কিছু কথা হয়ে গেল l
    যাই হোক, ভবিষ্যতে কবির কাছ থেকে আরও উন্নত ও রুচিশীল কবিতার প্রতীক্ষায় থাকলাম l শুভেচ্ছা থাকলো l
    • শাহারিয়ার ইমন ০৮/০৪/২০১৭
      আপনার গঠনমূলক বিশ্লেষনের জন্য অনেক অনেক ধন্যবাদ । বিষয়টা খেয়াল থাকবে । শূভেছা রইল । ভাল থাকবেন
  • জহির মাহমুদ ০২/০৪/২০১৭
    বাহ ! অনিন্দ্য ....
  • রাষ্ট্র সম্মত। শুভেচ্ছা।
  • আবারো বিপ্লব আসবে কবিতায়
    কবিতায় আসবে নবজাগরণ।।

    সত্যিই দারুন এক বাস্তব চিত্র। একনায়কতন্ত্রীরা মানুষকে গনতন্ত্রের কথিত এবং বেমানান গল্প শোনায়।
    • শাহারিয়ার ইমন ০২/০৪/২০১৭
      কে আনবে বিপ্ল্বব ?
      • কবি ও কবিতা!!
        • শাহারিয়ার ইমন ০২/০৪/২০১৭
          সেই দিন কি আছে?
 
Quantcast