যাতনা
ভালবেসেছিলে,
নিশ্চুপ তুমি ছিলে ।
আমি একা আধাঁরে ,
আর তুমি ভাসছ প্লাবনে ।।
খুব ভুলে কাছে যেয়ে
বড় যাতনা দিলে ,
শূন্য আমি ভুবনে
বুঝলেনা তুমি আমাকে ।।
নিশ্চুপ তুমি ছিলে ।
আমি একা আধাঁরে ,
আর তুমি ভাসছ প্লাবনে ।।
খুব ভুলে কাছে যেয়ে
বড় যাতনা দিলে ,
শূন্য আমি ভুবনে
বুঝলেনা তুমি আমাকে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৩/২০১৭
-
কাজী জুবেরী মোস্তাক ২৯/০৩/২০১৭ভালো লাগা রইলো
-
কে. পাল ২৯/০৩/২০১৭দারুন লেখা
-
তাবেরী ২৯/০৩/২০১৭সুন্দর।
ভালবাসতে শেখ মা, মাটি আর সকল মানুষকে।
কোন এক ভালবাসার অন্ধ হইয়ো না।
ধন্যবাদ