www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসি

দীর্ঘ নিঃশ্বাস ত্যাগের পর মাথা উচু করে বসে থাকা
ঘোমটা জরিয়ে অশ্রুকে আড়ালে গড়িয়ে পরতে দেয়া
বারবার মৃত্যুকে আপন করে নেয়ার অনুভূতি
কিংবা বিরতিতে ক্লান্ত পথিক হয়েও তোমায় খুজা
আজ আমার অভ্যাসে পরিনত হয়েছে।

অভ্যাসে পরিনত হয়েছে, তোমাকে বারবার চোখের মণি কুঠরে দেখার
অভ্যাস হয়েছে, বারবার ভেবে ভেবে ক্লান্তির চরম সীমানায় পৌছুনোর
অথবা অপেক্ষার পর অপেক্ষাতে নিজেকে একাকিত্বের মাঝে লুকিয়ে ফেলার।

আমি জানি, এ অভ্যাস তোমার মাঝে আমাকে একটু স্থান দেয় না
আমি তোমাকে নিয়ে ভাবতে ভাবতে সাত সাগর তের নদী পারি দিলেও
তোমার ভাবনা জগতে আমার জন্য ঠাই দেয়া অপ্রয়োজনীয়।
আমার চোখে থেকে কপোলে গড়িয়ে পড়া নোনা জল তোমার কাছে বিরক্তিকর!

তবুও, তবুও ভালোবাসি তোমায়।
মৃত্যুকে বারবার ছোয়ে যাই তোমায় ভেবে
আবার মৃত্যু জগত থেকে ফিরে আসি তোমার জন্যই
এই বুঝি তুমি পুরুষালি হাতে ধরলে আমার হাত
জড়িয়ে ধরলে বুকে,
আবদ্ধ করলে বাহুতে।

হ্যা, তোমায় ভেবেই এবেলা থেকে শেষ বেলা পর্যন্ত আমার উপস থাকা
তোমার জন্য ঘর্মাক্ত শরীরের ঘামের সাথে অশ্রুকে মিলিয়ে দেয়া
ডুবে ডুবে জেগে উঠা শুধু তোমার জন্যই।
এখনো রাত্রি জাপন শুধু তোমার জন্যই।

তাই বলি প্রিয়, আসো পাশে
জড়িয়ে ধর আমার হাত
তোমার বাহুতে আবদ্ধ কর আমায়
তারপর বলে উঠো কাক্ষিত সেই বুলি
যার লাগি আমার বসে থাকা,
যার জন্য বারবার জেগে জেগে স্বপ্ন দেখা
যা শুনার জন্য আকুল মনের বেকুল পায়্চারি
বল প্রিয়, 'ভালোবাসি, ভালোবাসি!'

তাঃ- ২২/০৫/১৪

(কবিতাটি একজন আপপির জন্য কিংবা তার মত ভালোবাসায় উন্মাদদের জন্য। যারা ভালোবাসাকে পাওয়ার জন্য কঠিন 'মৃত্যু চুম্বন' কেও নিজের করে নিতে রাজি।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস ইসলাম ০৬/০৬/২০১৪
    শব্দজালে বন্দী কাব্য প্রেয়সী।
  • এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪
    সুন্দর হাতের লেখনী আপনার,,আমার পাতায় আমন্ত্রন রইলো।
  • কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪
    অসাধারন কাব্য।
    • ধন্যবাদ দাদা
  • রুমা চৌধুরী ০৫/০৬/২০১৪
    খুব সুন্দর। ভাল লাগল। শুভেচ্ছা রইল।
 
Quantcast