মানুষ পরিবর্তনশীল
মানুষ হিসেবে কাউকে’ই ছোট করে দেখার সুযোগ নেই। উচিত না। পাপ হয়। অপমানসিকতার পরিচায়ক। মানুষ পরিবর্তনশীল। বুঝতে হবে, জানতে হবে। হয়তো আপনি একটু বেশি জানেন, ভালো কথা। আপনার ভূয়সী প্রশংসা করি। যুক্তিসঙ্গত প্রশংসা আর তোষামোদ বা চাটুকারিতা এক নয়। আরো এগিয়ে যান। তাই বলে অন্যকে ছোট করে দেখবেন? তা হয় না। কে জানে, কিছুদিন পর আপনার থেকেও এডভান্স হয়ে যেতে পারে অথবা ভয়ঙ্কর কিছু! তখন কী বলবেন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০৯/২০১৪নাথিং ইজ নেগলিজিবল।
-
একনিষ্ঠ অনুগত ১৩/০৯/২০১৪ভালো বলেছেন।
-
শিমুল শুভ্র ১২/০৯/২০১৪তারণ্যে অভিনন্দন
কবিতা বেশ চমৎকার ।