নারী
হ্যাঁ আমি নারী
আমিই প্রতিবাদী ঝাঁসিররানী লক্ষীবাঈ।
আমিই ধর্ষিতা,
আবার আমিই মা-কালী রুপে পূজিতা
আমি নারী,
আমিই জগৎ জননী।
বিনাশরুপী চন্ডালী,
সেই আমি নারী,
আমিই দশভূজা রুপী,
মা দূর্গা।
হ্যাঁ আমিই সেই নারী,
প্রতিরাতে নিজের বিছানায়,
ইচ্ছের বিরুদ্ধে হতে হয় যাকে,
সঙ্গমের নির্যাতিতা সঙ্গীনি।
হ্যাঁ আমিই সেই নারী,
তোদের মতো কিছু অসুররা
বাসে, ট্রামে, ট্রেনে যৌনাঙ্গ যখন
ইচ্ছাকৃতভাবে ছুঁয়েই দিস আমাদের শরীরে।
তখন কোথায় যাস বোবা সমাজ তোরা?
আর যখন সেই মেয়েটাই ভালোবেসে
চুমু খায় মাঝরাস্তায়,
তখন ছি ছি করিস কোন লজ্জায়?
বলি ও মুখোসধারী বোবা সমাজ
প্রতিবাদ না করে, অপবাদ করিস কোন লজ্জায়?
আমিই প্রতিবাদী ঝাঁসিররানী লক্ষীবাঈ।
আমিই ধর্ষিতা,
আবার আমিই মা-কালী রুপে পূজিতা
আমি নারী,
আমিই জগৎ জননী।
বিনাশরুপী চন্ডালী,
সেই আমি নারী,
আমিই দশভূজা রুপী,
মা দূর্গা।
হ্যাঁ আমিই সেই নারী,
প্রতিরাতে নিজের বিছানায়,
ইচ্ছের বিরুদ্ধে হতে হয় যাকে,
সঙ্গমের নির্যাতিতা সঙ্গীনি।
হ্যাঁ আমিই সেই নারী,
তোদের মতো কিছু অসুররা
বাসে, ট্রামে, ট্রেনে যৌনাঙ্গ যখন
ইচ্ছাকৃতভাবে ছুঁয়েই দিস আমাদের শরীরে।
তখন কোথায় যাস বোবা সমাজ তোরা?
আর যখন সেই মেয়েটাই ভালোবেসে
চুমু খায় মাঝরাস্তায়,
তখন ছি ছি করিস কোন লজ্জায়?
বলি ও মুখোসধারী বোবা সমাজ
প্রতিবাদ না করে, অপবাদ করিস কোন লজ্জায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rupak Kumar Rakshit ০১/০১/২০১৯খুব ভাল ।শুভ কামনা ।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১২/২০১৮নারী-পুরুষ সবাই এখন নির্যাতিত।