অভিমান
অভিমানে তোমার মনটাকে করো না'ক ক্ষত বিক্ষত!
বৈশাখী গগনে ঈশান কোণে জমানো কালো মেঘের মত।
শ্রাবণ দেখো, শ্রাবণধারায় শ্রাবিত হও দুহাত মেলে
উত্তপ্ত বুক জলে ভেজাও, হাসো, কাদাজলে খেলে।
বৈশাখী গগনে ঈশান কোণে জমানো কালো মেঘের মত।
শ্রাবণ দেখো, শ্রাবণধারায় শ্রাবিত হও দুহাত মেলে
উত্তপ্ত বুক জলে ভেজাও, হাসো, কাদাজলে খেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৮/০৯/২০১৬
-
সোলাইমান ০৯/০৯/২০১৬ছোট হলেও দারুণ লেগেছে।
-
অঙ্কুর মজুমদার ২৬/০৮/২০১৬sundor
-
মোহাম্মদ ২৬/০৮/২০১৬Too Small
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৮/২০১৬অণুকবিতা
ভাল কিছু উপহারের আসায় থাকলাম কবি।