দুঃখের মাঝে সুখ
দুঃখের সীমানা ছাড়ি, চলিয়াছে গাড়ি
তবু কেন দুঃখ দুঃখ করিয়া সুখকে নিচ্ছো কাড়ি?
কার তরে রাখিবে জমা, বন্ধ করিয়া কপাট
গাড়ি যে তোমার থামেনা আর ফিরিয়া এ মাঠ;
সুখের নদী, সাগর, মহাসাগর ফেলি যাচ্ছো কোথায়?
কপালে তোমার সুখ রাখিয়া লুকায়।
দুঃখ দুঃখ করিয়া কেঁদনা আর অভাগীর মতন,
যতটুকু সুখ আছে তোমার রাখিয়া বুকে করিও যতন।
দেখিবে, দুঃখ নামটি মুছিয়া যাইবে সুখের আড়ালে,
ব্যথিত এ মন, দুঃখ, যন্ত্রণা হারাইবে মহাকালে
এ পথ ধরে; যে পথে তুমি, আমি, সবাই;
কিছু সুখ ভালবাসা খুঁজিয়া পাইতে পা বাড়াই।
জানিনা কেন হারাই! দুঃখের চাদরে ডাকা,
সুখটুকুকে ফেলি; হৃদয়টাকে করিয়া ফাঁকা।
দুঃখ দুঃখ করিয়া কেঁদনা আর অভাগীর মতন,
যতটুকু সুখ আছে তোমার রাখিয়া বুকে করিও যতন।
তবু কেন দুঃখ দুঃখ করিয়া সুখকে নিচ্ছো কাড়ি?
কার তরে রাখিবে জমা, বন্ধ করিয়া কপাট
গাড়ি যে তোমার থামেনা আর ফিরিয়া এ মাঠ;
সুখের নদী, সাগর, মহাসাগর ফেলি যাচ্ছো কোথায়?
কপালে তোমার সুখ রাখিয়া লুকায়।
দুঃখ দুঃখ করিয়া কেঁদনা আর অভাগীর মতন,
যতটুকু সুখ আছে তোমার রাখিয়া বুকে করিও যতন।
দেখিবে, দুঃখ নামটি মুছিয়া যাইবে সুখের আড়ালে,
ব্যথিত এ মন, দুঃখ, যন্ত্রণা হারাইবে মহাকালে
এ পথ ধরে; যে পথে তুমি, আমি, সবাই;
কিছু সুখ ভালবাসা খুঁজিয়া পাইতে পা বাড়াই।
জানিনা কেন হারাই! দুঃখের চাদরে ডাকা,
সুখটুকুকে ফেলি; হৃদয়টাকে করিয়া ফাঁকা।
দুঃখ দুঃখ করিয়া কেঁদনা আর অভাগীর মতন,
যতটুকু সুখ আছে তোমার রাখিয়া বুকে করিও যতন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৮/০৯/২০১৬সুখ দুঃখের সাথে একই ফ্রেমে বাঁধা থাকে, কখন আসবে কখন যাবে যানে না তো কেউ,সময় ও কালের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় কাটিয়ে যাওয়া সময়গুলোর কথা।এভাবেই যুগের পর যুগ আমরা মনে করি সুখ ও দুঃখকে।অনেক অনেক সুন্দর হয়েছে, কবিতার মাধ্যমে মনে পড়ে যায় সেই দিনের কথা।
-
প্রিয় ১২/০৭/২০১৬ছোট ছেলেরাও এমনি ছন্দ লাগিয়ে কবিতা লিখতে পারে।কবিতার মান খুব নিম্ন।
-
দেবাশীষ দিপন ০১/০৩/২০১৬ভালো লাগলো কবিবর।
-
হাসান কাবীর ০১/০৩/২০১৬সুন্দর।
-
মনিরুজ্জামান জীবন ২৮/০২/২০১৬অনিন্দ্যসুন্দর।
-
সাইদুর রহমান ২৮/০২/২০১৬দারুণ প্রকাশ।
-
প্রদীপ চৌধুরী. ২৬/০২/২০১৬দারুণ প্রকাশ খুবই ভাল লাগলো
-
নির্ঝর ২৬/০২/২০১৬মন ছুয়ে যাই
-
মৃণ্ময় আলম ২৬/০২/২০১৬চালিয়ে যান কবি
-
মোঃ নাজমুল হাসান ২৫/০২/২০১৬সুন্দর। কবিকে শুভেচ্ছা।