ভ্যালেন্টাইন ডে
ভ্যালেন্টাইন'স ডে মানে নেতিবাচক কিছুনা। ভ্যালেন্টাইন'স ডে-তে ভালবাসাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভালবাসা পবিত্র, সুন্দর ও সুখময়। ভালবাসা আর যৌনতা ভিন্ন শব্দ। তাই ভ্যালেন্টাইন দিবসকে নেতিবাচক দৃষ্টিতে দেখা মানে ভালবাসা বা আবেগহীন ব্যক্তিত্বকে তুলে ধরা। কিংবা ভালবাসাকে উপলব্ধি করার ক্ষমতা খুবই সামান্য। আমি ভ্যালেন্টাইন'স দিবসের সফলতা কামনা করি। দিন শেষে সবাইকে "ভ্যালেন্টাইন'স ডে"-র শুভেচ্ছা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ১৮/০২/২০১৬শুভেচ্ছা
-
গাজী তৌহিদ ১৫/০২/২০১৬আপনাকেও শুভেচ্ছা
-
বিদ্রোহী ফাহিম খান ১৪/০২/২০১৬ভালো লাগলো কবি! আপনার কিছু কথার সাথে একমত হতে পারলাম না!