জীবনের মাত্রা
হাসি কান্না সুখে দুঃখে সমান জীবনের মাত্রা,
হঠাৎ একদিন শূন্যেই থেমে যায় আমাদের যাত্রা।
নিরন্তর এই পথ চলা, গন্তব্য! সবকিছুর মাঝে,
বুঝেনা আলো আঁধার দিন রাত সকাল সাঁঝে।
যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেকোনো স্থানে,
বাস্তব পৃথিবী ছাড়ি মহাকাল ছেদি মহাশূন্য পানে
অদৃশ্য জগতে; বৃত্তের বাহিরে যমদূতের হাত ধরে
চরম কষ্ট সহে; যেমনি জন্মকে পরম আপন করে।
নিয়ে আসো ধরায়; তুমি কবি লেখক সাহিত্যিক!
ভেবো দেখো তাই পরম সত্য, ভেবো দেখো চারদিক।
খুঁজে পাবে তোমায় জন্ম মৃত্যু, স্বর্গ নরক কিংবা ঈশ্বর!
পাপে যন্ত্রণা আর পূণ্যে সাধুতায় সাজে তোমার ঘর।
তুমি হিসেব করে দেখো ভাই, সমানে সমানুপাতিক;
ভেবো দেখো তাই পরম সত্য, ভেবো দেখো চারদিক।
হঠাৎ একদিন শূন্যেই থেমে যায় আমাদের যাত্রা।
নিরন্তর এই পথ চলা, গন্তব্য! সবকিছুর মাঝে,
বুঝেনা আলো আঁধার দিন রাত সকাল সাঁঝে।
যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেকোনো স্থানে,
বাস্তব পৃথিবী ছাড়ি মহাকাল ছেদি মহাশূন্য পানে
অদৃশ্য জগতে; বৃত্তের বাহিরে যমদূতের হাত ধরে
চরম কষ্ট সহে; যেমনি জন্মকে পরম আপন করে।
নিয়ে আসো ধরায়; তুমি কবি লেখক সাহিত্যিক!
ভেবো দেখো তাই পরম সত্য, ভেবো দেখো চারদিক।
খুঁজে পাবে তোমায় জন্ম মৃত্যু, স্বর্গ নরক কিংবা ঈশ্বর!
পাপে যন্ত্রণা আর পূণ্যে সাধুতায় সাজে তোমার ঘর।
তুমি হিসেব করে দেখো ভাই, সমানে সমানুপাতিক;
ভেবো দেখো তাই পরম সত্য, ভেবো দেখো চারদিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজিজ আহমেদ ১৫/০২/২০১৬ভাল লাগে।
-
নির্ঝর ১৪/০২/২০১৬সহমত
-
নির্ঝর ১৩/০২/২০১৬অনেক অনেক ভাল
-
কাব্যহীন কবি ১৩/০২/২০১৬সত্যিই অসাধারন লেখা
-
অভিষেক মিত্র ১৩/০২/২০১৬আমি একটা ই ম্যাগ বের করছি। দাদা, যদি সম্ভব হয় তাহলে আপনার একটা কবিতা [email protected] এ মেল করে দেবেন।
-
মনিরুজ্জামান জীবন ১২/০২/২০১৬এতো বড় কবি আপনি,
আপনার লেখায় ডুবে রই,
কেন বলেন মিছামিছি থেমে যায় দু'জনার যাত্রা।
মুগ্ধ লেখা। -
বিদ্রোহী ফাহিম খান ১২/০২/২০১৬অসাধারণ
-
গাজী তৌহিদ ১২/০২/২০১৬অনেক ভালো লিখেছেন।