বৈশাখী মেয়ে
এখানে পত্র পল্লব মাঠ ভরা শ্যামল
পাখিরা গান গায় বায়ু ছন্দে অনর্গল।
এঁকে বেঁকে দোল খায় বাঁশ পাতারা
কোন এক দস্যি মেয়ে বেয়ে উঠে দিশেহারা
এই ডাল ওই ডাল আম বট ধরে;
পায় নাকো ভয় ঘূর্ণিবায়ু কিংবা ঘনঝড়ে।
বৈশাখের উষ্ণ বায়ু ছুয়ে দেয় দেহ
উড়ু উড়ু চুলগুলো; আড়ালে দেখে নাকো কেহ।
কখনো অশান্ত দেহখানি মেলে দেয় ঝোপে
কখনো বা বুনো লতার ফুল তুলে দেয় খোপে।
গ্রীষ্মের উত্তপ্ত ফাটা মাঠে হেঁটে বেড়ায়
পুড়ে নাকো পা; শুধু যেন ডিগবাজি খায়
জলশূন্য জলদে ভাসা সোনালি চিলের মত!
যেখানে দস্যি মেয়ে অনবরত
গেয়ে যায় গান, ছুঁয়ে যায় অসীম আকাশ
একরাশ ভালবাসা; শুভ্রতার আশ্বাস।
কখন জানি দিবে দেখা কবে সে মেয়ে,
বৈশাখের প্রতিটি বিকেলে গান গেয়ে গেয়ে।
পাখিরা গান গায় বায়ু ছন্দে অনর্গল।
এঁকে বেঁকে দোল খায় বাঁশ পাতারা
কোন এক দস্যি মেয়ে বেয়ে উঠে দিশেহারা
এই ডাল ওই ডাল আম বট ধরে;
পায় নাকো ভয় ঘূর্ণিবায়ু কিংবা ঘনঝড়ে।
বৈশাখের উষ্ণ বায়ু ছুয়ে দেয় দেহ
উড়ু উড়ু চুলগুলো; আড়ালে দেখে নাকো কেহ।
কখনো অশান্ত দেহখানি মেলে দেয় ঝোপে
কখনো বা বুনো লতার ফুল তুলে দেয় খোপে।
গ্রীষ্মের উত্তপ্ত ফাটা মাঠে হেঁটে বেড়ায়
পুড়ে নাকো পা; শুধু যেন ডিগবাজি খায়
জলশূন্য জলদে ভাসা সোনালি চিলের মত!
যেখানে দস্যি মেয়ে অনবরত
গেয়ে যায় গান, ছুঁয়ে যায় অসীম আকাশ
একরাশ ভালবাসা; শুভ্রতার আশ্বাস।
কখন জানি দিবে দেখা কবে সে মেয়ে,
বৈশাখের প্রতিটি বিকেলে গান গেয়ে গেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০৬/০২/২০১৬অতুলনীয় ভাবনা, অসাধারণ প্রকাশ।
-
ধ্রুব রাসেল ০৩/০২/২০১৬অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।
-
অভিযান পাল ০৩/০২/২০১৬কবি ধ্রুব
কিছু না মনে করেন তো কিছু কথা বলি
মানে না বললেই নয় ;
২০১৬ এখন । বদলেছে কাব্য-ভাষা,
এমন কী কাব্যের বিষয় ।
আপনার লেখা এ কবিতায় আছে
এমন কিছু কিছু শব্দের ব্যবহার
যে শব্দমালা ফিরিয়ে আনল
অতীত কাব্য-রীতি স্মরণ-সম্ভার ।
না, কোনও শব্দ অচ্ছ্যুত নয়,
ব্যবহার কৌশলে পদ্য-গন্ধীও নবীন
কবিই জানেন সে কথা অস্ংশয়
সমস্ত নীরবতা নয় শব্দহীন ।
আশা রাখি, রাখতে পারি তো ?
পরে পাব যথার্থ কাব্যের আস্বাদ
সমালোচনা নয়, নিতান্তই আলোচনা
শেষে জানাই শুভেচ্ছা ও অকুণ্ঠ ধন্যবাদ । -
হরেকৃষ্ণ দে ০৩/০২/২০১৬একরাশ ভালোবাসা ;শুভ্রতার অাশ্বাসে জানাই মুগ্ধতার শুভেচ্ছা।
ভালো থাকবেন কবিবরেষু। -
অভিষেক মিত্র ০৩/০২/২০১৬দারুন!
-
বিদ্রোহী ফাহিম খান ০৩/০২/২০১৬দুর্দান্ত কবিতা
-
সাইদুর রহমান ০২/০২/২০১৬বেশ ভালো লাগলো।
-
জহরলাল মজুমদার ০২/০২/২০১৬বেশ
-
মাহাবুব ০২/০২/২০১৬বেশ ভালো লাগলো কবি।
সুন্দর। -
হিরণ্য হারুন ০২/০২/২০১৬সুন্দর