প্রিয়জন
শূন্যে বাড়াও হাত খুঁজে পাবে তল
যদি থাকে প্রিয়জন,
ছিন্ন করোনা বাঁধন হাসি কান্নায় ছায়ার মতন
লেগে থাকে যে জন।
তোমার হৃৎপিন্ডের প্রতিটি স্পন্দনে
খুঁজে পাবে তাকে,
তোমার মলিন মুখে এক ফোঁটা হাসি যোগাবে
একাকী মনে ভাবো যাকে।
কখনো বা অশ্রু ঝরাও ক্ষণে ক্ষণে
তোমার প্রিয় সে জন;
ছিন্ন করোনা বাঁধন হাসি কান্নায় ছায়ার মতন
লেগে থাকে যে জন।
যদি থাকে প্রিয়জন,
ছিন্ন করোনা বাঁধন হাসি কান্নায় ছায়ার মতন
লেগে থাকে যে জন।
তোমার হৃৎপিন্ডের প্রতিটি স্পন্দনে
খুঁজে পাবে তাকে,
তোমার মলিন মুখে এক ফোঁটা হাসি যোগাবে
একাকী মনে ভাবো যাকে।
কখনো বা অশ্রু ঝরাও ক্ষণে ক্ষণে
তোমার প্রিয় সে জন;
ছিন্ন করোনা বাঁধন হাসি কান্নায় ছায়ার মতন
লেগে থাকে যে জন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ০১/০২/২০১৬অসাধারণ লিখেছেন॥
-
সাইদুর রহমান ২৬/০১/২০১৬চমৎকার গীতিকাাব্য।
-
সীমা সান্যাল ২৬/০১/২০১৬অসাধারণ।।।।
আরও লিখুন -
মনিরুজ্জামান শুভ্র ২৬/০১/২০১৬অনেক ভাল হয়েছে। ভাল লাগলো।
-
রাশেদ খাঁন ২৬/০১/২০১৬valo laglo
-
মনিরুজ্জামান জীবন ২৬/০১/২০১৬চমৎকার গীতি,
লিখে জান অবিরাম অবিরত।